ছবি: এক্স থেকে নেওয়া।
জলপ্রপাতের কাছে ছুটি কাটাচ্ছিলেন পর্যটকেরা। হঠাৎ করেই জলস্তর বেড়ে যায়। হড়পা বানে আটকে পড়েন ছ’জন তরুণী। সামলে নেওয়ার আগেই জলের স্রোতে ভেসে যান। অনেক চেষ্টার পর কোনও রকমে উদ্ধার করা হয় তাঁদের। চলতি সপ্তাহের শুরুতে বিহারের গয়ায় ঘটনাটি ঘটেছে। বৃষ্টির কারণে হড়পা বান আসে গয়ার লাঙ্গুরাহি জলপ্রপাতে। আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকেরা। সেই ভয়ঙ্কর ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জলপ্রপাতে খুব একটা বেশি জল না থাকায় পাথরের উপর বসে ছবি তুলছিলেন, ভিডিয়ো, রিল্স বানাচ্ছিলেন পর্যটকেরা। কেউ কেউ আবার গল্পে মশগুল ছিলেন। আচমকাই জলপ্রপাতের জল বেড়ে যায়। দুরন্ত গতিতে সেই জল নেমে আসে। জলের ধারা বাড়তে দেখে আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকেরা। জলের ধারা দ্রুত গতিতে বাড়ছিল। সেই সঙ্গে জলের টানও বাড়তে শুরু করেছিল। সেই সময় জলপ্রপাতের একটি পাথরের উপর বসেছিলেন ছয় তরুণী। সরে আসার আগেই জলের ধারায় আটকে পড়েন তাঁরা। পিছন থেকে জলের তীব্র স্রোত এসে তাদের ভাসিয়ে নিয়ে যায়। উদ্ধারের জন্য চিৎকার-চেঁচামেচি করতে থাকেন উপস্থিত বাকি পর্যটকেরা। কোনও রকমে উদ্ধার করা হয় ওই ছয় তরুণীকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘দ্য বিহার’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন ২ মিনিটের সেই ভিডিয়ো। প্রায় তিন লক্ষ বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকেরা।