ছবি: এক্স থেকে নেওয়া।
বাড়ির বারান্দায় বসে মোবাইল ঘাঁটছিল দুই কিশোর। অন্য কোনও দিকে মন ছিল না তাদের। আর সেই সময়ই ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে গেল এক বিশাল অজগর। একদম কাছে পৌঁছে গেল তাদের। তার পর? ভয়ঙ্কর সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সেই ভিডিয়ো দেখে আঁতকে উঠেছেন নেটাগরিকেরা। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির বাইরের বারান্দায় বসে রয়েছে দুই কিশোর। একমনে মোবাইলে গেম খেলছে তারা। হঠাৎই সেখানে উপস্থিত হল একটি দৈত্যাকার অজগর। সন্তপর্ণে দুই কিশোরের দিকে এগোতে থাকল ভয়ঙ্কর হলুদের উপর ডোরাকাটা সাপটি। কিন্তু সে দিকে প্রথমে নজরই পড়ল না ওই কিশোরদের। খেলাতেই মত্ত রইল তারা। সাপটি একদম তাদের কাছে চলে গেল। তখন এক জন কিশোর সাপটিকে দেখতে পেল। তবে ভয় পাওয়ার বদলে সাপটির মাথায় হাত রাখল সে। মাথায় হাত বুলিয়ে দিল। এর পর সাপটি মাথা অন্য দিকে ঘুরিয়ে নিল। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি ‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই যেমন আঁতকে উঠে উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই মজার মজার মন্তব্যও করেছেন অনেকে। কেন অজগরকে দেখেও ওই দুই কিশোর ভয় পেল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘কী ভয়ঙ্কর! দুই কিশোর বুঝতেও পারছে না কোন ভয়ঙ্কর প্রাণী তাদের কাছে পৌঁছেছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘মনে হয় অজগরটি ওই পরিবারের পোষা। সে কারণেই ওরা ভয় পায়নি।’’