Bizarre

ঘর ভাড়া নিয়ে তোলাচ্ছিলেন সাহসী ছবি, দুষ্টু তারকাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন বাড়ির মালিক!

নায়লার দাবি, বাড়ি মালিককে অনেক করে বোঝালেও তিনি তাঁদের কথা শোনেননি। ওই বাড়ির মালিক নাকি বলেছিলেন, ‘‘আমি দেখেছি তোমরা কী করছ। তোমাদের এখনই চলে যেতে হবে।”

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ০৯:২৯
Share:

ছবি: সংগৃহীত।

অনলাইন ‘হোমস্টে’ বুকিং সংস্থার বিলাসবহুল বাড়ি ভাড়া করে সাহসী ছবি তোলাচ্ছিলেন দুষ্টু ওয়েবসাইটের বিষয়স্রষ্টা (কন্টেন্ট ক্রিয়েটর) এক মডেল। জানতে পেরে তাঁকে ঘর থেকে বার করে দিলেন ওই বাড়ির মালিক। দুষ্টু ওয়েবসাইট ‘অনলিফ্যানস’-এর ওই বিষয়স্রষ্টার নাম নায়লা ক্যাসেলি। ২৩ বছর বয়সি মডেল জানিয়েছেন, ওই বাড়ির মালিকের আচরণে তিনি ক্ষুব্ধ এবং ব্যথীত।

Advertisement

নায়লা জানিয়েছেন, মার্চ মাসে ক্যারিবিয়ান দ্বীপ কুরাকাওতে বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। তিনি এবং তাঁর বন্ধুরা প্রতি দিন ৩.৩ লক্ষ টাকার বিনিময়ে একটি বিলাসবহুল ঘর ভাড়া করেছিলেন। ওই বাড়িটিতে ব্যক্তিগত সুইমিং পুল পর্যন্ত ছিল। তাই বিষয়টি নিয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত ছিলেন তাঁরা। নায়লা জানিয়েছেন, ঘুরতে গিয়ে এক দিন তিনি এবং তাঁর বন্ধুরা ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য বারান্দায় বিকিনি পরে ছবি তুলছিলেন। কিছু ক্ষণের মধ্যেই সেখানে ওই বাড়ির মালিক উপস্থিত হন। নায়লাদের অবিলম্বে বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন তিনি। ওই ব্যক্তির দাবি ছিল, নিয়ম লঙ্ঘন করে তাঁর বাড়িতে ‘আপত্তিকর’ ভিডিয়ো ক্যামেরাবন্দি করা হচ্ছে।

নায়লার দাবি, বাড়ি মালিককে অনেক করে বোঝালেও তিনি তাঁদের কথা শোনেননি। ওই বাড়ির মালিক নাকি বলেছিলেন, ‘‘আমি দেখেছি তোমরা কী করছ। তোমাদের এখনই চলে যেতে হবে।” কোনও কথা না শুনে নায়লাদের বার করে দেন তিনি। নায়ালার দাবি, কোনও নিয়ম লঙ্ঘন না করা সত্ত্বেও জোর করে বার করে দেওয়া হয়েছিল তাঁদের। তাঁর যাওয়ার জায়গা ছিল না। অনেক কষ্টে অবশেষে একটি হোটেল খুঁজে সেখানে বাকি ছুটি কাটিয়েছিলেন বলে জানিয়েছেন দুষ্টু তারকা।

Advertisement

উল্লেখ্য, দুষ্টু ওয়েবসাইট ‘অনলিফ্যানস’-এর খ্যাতনামী বিষয়স্রষ্টা নায়লা। ইনস্টাগ্রামেও তাঁর অনুরাগীর সংখ্যা আকাশছোঁয়া। ওই দুই প্ল্যাটফর্ম থেকেই বছরে প্রায় ১৩ কোটি আয় তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement