বিয়ে করলেন হিরণ-ঋতিকা। ছবি: সংগৃহীত।
দ্বিতীয় বার বিয়ে করলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। মঙ্গলবার নিজেই বিয়ের বিভিন্ন ছবি ভাগ করে নিয়েছেন তিনি। পাত্রীর নাম ঋতিকা গিরি। আনন্দবাজার ডট কম-এর তরফে হিরণের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তাঁর ফোন বন্ধ রয়েছে।
সমাজমাধ্যম ঘেঁটে জানা গিয়েছে, বেশ অনেক দিন ধরেই সম্পর্কে ছিলেন হিরণ ও ঋতিকা। কিন্তু সে ভাবে প্রকাশ্যে তা নিয়ে আলোচনা হয়েছিল, এমন নয়। রাজনীতিতে যোগদান করার পর থেকে তিনি মূলত খড়্গপুরেই থাকতেন। শোনা গিয়েছিল প্রাক্তন স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে অনেক দিন ধরে সমস্যা চলছিল তাঁর। হিরণ এবং অনিন্দিতার এক কন্যাসন্তান রয়েছে।
হিরণের বিয়ের ছবি ছড়িয়ে পড়তেই তাঁর সহকর্মী রুদ্রনীল ঘোষের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি শুভেচ্ছা জানিয়েছেন। রুদ্রনীল বলেন, “আমার বিয়ের সানাই না বাজলেও আমার বন্ধুরা যাঁরাই নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের শুভেচ্ছা। আমি কেন বিয়ে করছি না, সেই প্রশ্নও উঠবে। একই সঙ্গে জানাতে চাই আমার যখন ইচ্ছা হবে, সঠিক সময় এলে ঠিক বিয়ে করব। যখন মনে হবে আর এক জনের দায়িত্ব নিতে পারব।” বিয়ের পরে এ প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি হিরণ।