ED Raid in Kolkata

ফের ইডি হানা শহরে! জিএসটি ফাঁকির মামলায় কলকাতার নানা স্থানে তল্লাশি, আইপ্যাক-কাণ্ড থেকে শিক্ষা নিয়ে বাড়তি নিরাপত্তা

অসমের গুয়াহাটির একটি মামলায় জিএসটি এবং কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই মামলাতেই মঙ্গলবার সকালে কলকাতার একাধিক জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৫:৪৩
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

শহরে ফের ইডি-হানা! জিএসটি ও ইনপুট ট্যাক্স ক্রেডিট প্রতারণার একটি মামলায় মঙ্গলবার সকালে কলকাতার একাধিক জায়গায় হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু তা-ই নয়, আইপ্যাক-কাণ্ড থেকে শিক্ষা নিয়ে এ বারের অভিযানে ইডি আধিকারিকদের ঘিরে রইল কেন্দ্রীয় বাহিনী।

Advertisement

সূত্রের খবর, অসমের গুয়াহাটির একটি মামলায় জিএসটি এবং কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই মামলাতেই মঙ্গলবার সকালে কলকাতার একাধিক জায়গায় হানা দেয় কেন্দ্রীয় সংস্থা। সূত্রের খবর, ব্রেবোর্ন রোড-সহ শহরের ছ’-সাতটি জায়গায় অভিযান চালানো হয়। আইপ্যাক-এর অফিস এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়়িতে ইডি-র অভিযানের তুলনায় এ বারে নিরাপত্তাও চোখে পড়ার মতো বেশি। সম্ভবত আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই মঙ্গলবার সকাল থেকে আধিকারিকদের সঙ্গে পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল।

ইডি সূত্রে খবর, ভুয়ো সংস্থা খুলে জাল ইনভয়েস-এর মাধ্যমে মোটা অঙ্কের কর ফাঁকি দেওয়া হয়েছে এবং ইনপুট ট্যাক্স হাতিয়ে নেওয়া হয়েছে। সব মিলিয়ে কয়েকশো কোটি টাকার প্রতারণা হয়েছে। ওই মামলায় কলকাতার পাশাপাশি গুয়াহাটি এবং সিকিমেও তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। উল্লেখ্য, গত ৮ জানুয়ারি আইপ্যাক-এর দফতরে এবং কর্ণধারের বাড়িতে ইডি হানা নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক তরজা চলছে। সেই আবহে এ বার নতুন করে শহরে অভিযান চালাল ইডি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement