Viral Video

প্রেমপ্রস্তাবে রাজি করাতে জনসমক্ষে বালিকার গলায় ছুরি ধরল কিশোর! বাঁচাতে এলেন ‘নায়ক’, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি আবাসনের নীচে জনসমক্ষে এক বালিকার গলায় ছুরি ধরে দাঁড়িয়ে এক কিশোর। বালিকাকে নাগাড়ে ভয় দেখাচ্ছে সে। প্রেমপ্রস্তাবে রাজি হওয়ার জন্য চাপ দিচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১২:১৪
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

বালিকার গলায় ছুরি ধরে প্রেমপ্রস্তাবে রাজি হওয়ার জন্য জোর দিচ্ছিল এক কিশোর। বেপরোয়া ওই কিশোরের কাণ্ড দেখছিল জনতা। বালিকার চিৎকার শুনেও এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছিলেন না কেউ। তখনই পিছন থেকে নিশ্চুপে আগমন হল এক যুবকের। চুপি চুপি গিয়ে কিশোরের হাত থেকে ছুরি কেড়ে বালিকাকে রক্ষা করলেন তিনি। এর পরেই জনতার হাতে উত্তম-মধ্যম খেতে হল অভিযুক্ত কিশোরকে। চাঞ্চল্যকর ঘটনাটির একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি আবাসনের নীচে জনসমক্ষে এক বালিকার গলায় ছুরি ধরে দাঁড়িয়ে এক কিশোর। বালিকাকে নাগাড়ে ভয় দেখাচ্ছে সে। প্রেমপ্রস্তাবে রাজি হওয়ার জন্য চাপ দিচ্ছে। ওই বালিকা ভয়ে চিৎকার করছে। অনেক মানুষ ওই কিশোরের কাণ্ড দেখে হইহই করলেও কেউ এগিয়ে যাওয়ার সাহস করছেন না। এমন সময় বালিকাকে সাহায্য করতে এগিয়ে আসেন এক যুবক। আবাসনের রেলিং টপকে চুপি চুপি কিশোরের দিকে এগিয়ে যান তিনি। পিছন দিক থেকে কিশোরের হাত চেপে ধরে ছুরি কেড়ে নেন। বালিকাকে রক্ষা করার সঙ্গে সঙ্গে উপস্থিত জনতা ওই কিশোরের উপর ঝাঁপিয়ে পড়ে। মারধর শুরু করে তাকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও সেই ঘটনায় পুলিশ কোনও ব্যবস্থা নিয়েছে কি না তা এখনও জানা যায়নি।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ইনকগনিটো’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। বেপরোয়া কিশোরের নিন্দায় সরব হয়েছেন সবাই। ওই কিশোরের শাস্তির দাবিও জানিয়েছেন অনেকে। অনলাইনে বিতর্কের জন্ম দিয়েছে ঘটনাটি। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘এরা এত সাহস পায় কী করে! কড়া ব্যবস্থা নেওয়া উচিত এদের বিরুদ্ধে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘যুবককে ধন্যবাদ। অন্যদের মতো দাঁড়িয়ে দেখার পরিবর্তে সত্যিকারের নায়কের মতো মেয়েটিকে বাঁচিয়েছে। অনেকে তো আবার ভিডিয়ো তুলছিলেন দেখলাম।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement