watch video

লাহৌরে ঢুকে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দিল ভারত! ‘হামলার ভিডিয়ো’ ঘিরে হইচই

লাহৌর-সহ পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে রেডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে হানা দেয় ভারতীয় ড্রোন। এর মধ্যে লাহৌরের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে নিশ্চিত করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ১৬:৪০
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পুঞ্চ সেক্টরে গুলি চালিয়ে ছিল পাকিস্তান। তারই বদলা নিল ভারত। বৃহস্পতিবার ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে রেডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলিকে ধ্বংস করল। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে খবর, অপারেশন সিঁদুরের দ্বিতীয় দিনে লাহৌরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নিষ্ক্রিয় করা হয়েছে।

Advertisement

লাহৌর-সহ পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে আকাশ প্রতিরক্ষা রেডার এবং সিস্টেমগুলিকে লক্ষ্য করে হানা দেয় ভারতীয় সেনা। এর মধ্যে লাহৌরের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার বিষয় নিশ্চিত করা হয়েছে আনুষ্ঠানিক ভাবে। সেই হামলারই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ভাইরাল হওয়া সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োয় ধরা পড়েছে আকাশ প্রতিরক্ষা রেডার ধ্বংসের মুহূর্তটি। উড়ে এসে নির্ভুল লক্ষ্যে আঘাত হেনেছে ভারতের ড্রোন। প্রবল বিস্ফোরণে দাউ দাউ করে কয়েক ফুট উঁচুতে জ্বলে উঠেছে আগুন। ছিটকে পড়তে দেখা গিয়েছে ধ্বংসাবশেষও। তবে নেটাগরিকদের একাংশের মতে, এটি লাহৌরের ভিডিয়ো নয়। ২০১৯ সালের পুরনো একটি ভিডিয়ো।

‘অপারেশন সিঁদুর’-এর পর ভারতীয় সেনার সাংবাদিক বৈঠকে জানানো হয়েছিল, ভারতে সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। ৭ ও ৮ মে পাকিস্তান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে উত্তর ও পশ্চিম ভারতের অবন্তীপুরা, শ্রীনগর, জম্মু, পঠানকোট, অমৃতসর, কপূরথলা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাতিন্ডা, চণ্ডীগড়, নাল, ফালোদি, উত্তরলাই এবং ভূজ-সহ বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর চেষ্টা করে। ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএএস গ্রিড এবং এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে সেই চেষ্টা ব্যর্থ করে ভারতীয় সেনাবাহিনী। উদ্ধার হওয়া ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষই পাকিস্তানি হামলার প্রমাণ।

Advertisement

অন্য দিকে, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, উরি, পুঞ্চ, মেন্ধার এবং রাজৌরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে মর্টার এবং ভারী ক্যালিবার আর্টিলারি ব্যবহার করে পাকিস্তান বিনা উস্কানিতে গুলিবর্ষণের তীব্রতা বাড়িয়েছে বলে ভারত দাবি তুলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement