monkey

Viral: আহত শিশুকে নিয়ে নিজেই চিকিৎসকের কাছে পৌঁছল বাঁদর! প্রকাশ্যে ভাইরাল ভিডিয়ো

চিকিৎসক তাদের আঘাত লাগার বিষয়টি বুঝতে পেরে ইশারায় বাঁদরটিকে ভিতরে আসতে বলেন। ইশারা বুঝে বাচ্চা নিয়ে রোগী বসার টুলে উঠে বসে বাঁদরটি।

Advertisement

সংবাদ সংস্থা

পটনা শেষ আপডেট: ০৯ জুন ২০২২ ১১:১৮
Share:

বাচ্চা নিয়ে রোগী বসার টুলে উঠে বসে বাঁদরটি। ছবি: টুইটার।

নিজের মাথায় আঘাত। সেই অবস্থাতেই আহত শিশুকে বুকে চেপে নিয়ে চিকিৎসকের কাছে পৌঁছল মা। তবে এই মা মানুষ নয়, বাঁদর। বিহারের সাসারামের শাহজুমা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আহত অবস্থায় আহত শিশুকে নিয়ে চিকিৎসা করাতে মঙ্গলবার দুপুরে চিকিৎসক এস এম আহমদের চেম্বারে পৌঁছয় এই মহিলা বাঁদর। যা দেখে হতবাক চিকিৎসক থেকে চিকিৎসা কর্মী সকলেই।

Advertisement

চেম্বারে পৌঁছতেই চিকিৎসক তাদের আঘাত লাগার বিষয়টি বুঝতে পেরে ইশারায় বাঁদরটিকে ভিতরে আসতে বলেন। ইশারা বুঝে বাচ্চা নিয়ে রোগী বসার টুলে উঠে বসে বাঁদরটি। চিকিৎসক দেখেন মা বাঁদরটির মাথায় এবং বাচ্চার পায়ে আঘাত রয়েছে। তিনি দু’জনের ক্ষতস্থানেই মলম লাগিয়ে টিটেনাসের ইঞ্জেকশন দেন।

এর পর চিকিৎসক সবাইকে সরে যেতে বলেন যাতে ওই মা বাঁদর নিজের শিশুকে নিয়ে ওখান থেকে ধীরেসুস্থে বেরিয়ে যেতে পারে। এই ঘটনার একটি ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মা বাঁদরের বুদ্ধিমত্তাকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন