Bizarre

তিন কেজি রুপো দিয়ে তৈরি, ভিতরে রুপোর দশাবতার মূর্তি! মেয়ের বিয়েতে ২৫ লাখ টাকার বিয়ের কার্ড বানালেন ব্যবসায়ী

মেয়ের বিয়ে উপলক্ষে আড়ম্বরের কোনও ত্রুটি রাখতে চান না তিনি। ২৫ লক্ষ টাকা খরচ করে বিয়ের কার্ড তৈরি করেছেন শিব। গত এক বছর ধরে কার্ডের নকশা পরিকল্পনা করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১০:০৮
Share:

ছবি: সংগৃহীত।

একমাত্র মেয়ের বিয়ে বলে কথা! বিয়ের অনুষ্ঠানে কোনও রকম ত্রুটি চান না মেয়ের বাবা। বরং, অতিথিদের পাশাপাশি ঈশ্বরের আশীর্বাদও চান তিনি। সে কারণে মেয়ের বিয়ের নিমন্ত্রণ জানাতে কার্ডের জন্য ২৫ লক্ষ টাকা খরচ করেছেন সেই ব্যক্তি। তিন কেজি ওজনের একটি রুপোর বাক্সে রয়েছে মেয়ের বিয়ের কার্ড। বাক্সে রয়েছে নানা রকম কারুকাজও।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই ব্যক্তির নাম শিব জোহারি। জয়পুরের বাসিন্দা তিনি। পেশায় ব্যবসায়ী শিব। মেয়ের বিয়ে উপলক্ষে আড়ম্বরের কোনও ত্রুটি রাখতে চান না তিনি। ২৫ লক্ষ টাকা খরচ করে বিয়ের কার্ড তৈরি করেছেন শিব। গত এক বছর ধরে কার্ডের নকশা পরিকল্পনা করেছেন। ৩ কেজি ওজন‌ের রুপোর বাক্সের ভিতর ভরা রয়েছে বিয়ের কার্ড। রুপোর বাক্সে শিব-পার্বতী, গণেশ-লক্ষ্মীর পাশাপাশি রয়েছে বিষ্ণুর দশাবতারের মূর্তি। শিবের কন্যার নাম শ্রুতি জোহারি।

পাত্রের নাম হর্ষ সোনি। শিবের দাবি, ২৫ লক্ষ টাকা খরচ করে বাক্সটি তৈরি করা হয়েছে। মেয়ের শ্বশুরবাড়িতে সেই বাক্সটি পাঠিয়ে নিমন্ত্রণ সেরেছেন শিব। তবে, অন্য কোনও অতিথিকে সেই বাক্সটি পাঠানো হয়নি। ছবিটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে এক নেটাগরিক লিখেছেন, ‘‘এই নিমন্ত্রণপত্রটি এখনও পর্যন্ত সবচেয়ে দামি কার্ডের মধ্যে অন্যতম।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement