Viral

ভয়াল ময়াল! এক অজগরের দৈর্ঘ্য-প্রস্থের বহর দেখে গায়ে কাঁটা দিচ্ছে নেটাগরিকদের

সাপটির একটি ভিডিয়ো পোস্ট করেছেন এক আইএফএস কর্তা সুশান্ত নন্দ। তিনি লিখেছেন, এই সাপ পৃথিবীর সবচেয়ে ভারি এবং দীর্ঘ সরীসৃপ গুলির একটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৩ ২৩:৫৬
Share:

পাঁচিল টপকে শিকারের খোঁজে এগোচ্ছে সাপটি। ছবি: সংগৃহীত।

এমনিতে সাপ দেখলেই গায়ে শিরশিরে অনুভূতি হয় অনেকের। কিন্তু এই সাপটিকে দেখলে বুক দুরদুর করবে। কারণ এই সাপ দৈর্ঘ্যে প্রস্থে বিশাল। অ্যানাকন্ডা সাপকেও টক্কর দিতে পারে।

Advertisement

সাপটির একটি ভিডিয়ো পোস্ট করেছেন এক আইএফএস কর্তা সুশান্ত নন্দ। তিনি লিখেছেন, এই সাপ পৃথিবীর সবচেয়ে ভারি এবং দীর্ঘ সরীসৃপ গুলির একটি। ভিডিওতে দেখা যাচ্ছে একটি পাঁচিল টপকে শিকারের খোঁজে এগোচ্ছে। সুশান্ত লিখেছেন, ভিডিয়োটি মায়ানমারের।

দক্ষিণ পশ্চিম এশিয়ার এই সাপটি জলি আজগর নামে পরিচিত। তবে ভিডিয়ো দেখে সবাই বলেছেন এর নাম হওয়া উচিত ছিল ভয়াল ময়াল!

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন