Viral Video

বিদ্যুতের খুঁটিতে উঠে তার ধরে ব্যায়াম! নেটপাড়া দিল ‘ডেয়ারডেভিল’ তকমা, ভাইরাল হল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি উঁচু বৈদ্যুতিক খুঁটিতে চড়ে বসেছেন এক প্রৌঢ়। আর সেখানে উঠে কেরামতি শুরু করেছেন। ঝুলতে শুরু করেছেন হাইটেনশন তার ধরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৯
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

বিদ্যুতের খুঁটিতে উঠে হাইটেনশন তার ধরে কেরামতি। তারে ঝুলে ঝুলে ব্যায়ামও করলেন মত্ত প্রৌঢ়! এমনই একটি বিপজ্জনক ঘটনার ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি উঁচু বৈদ্যুতিক খুঁটিতে চড়ে বসেছেন এক প্রৌঢ়। আর সেখানে উঠে কেরামতি শুরু করেছেন। ঝুলতে শুরু করেছেন হাইটেনশন তার ধরে। খুঁটির খাঁজে পা গলিয়ে তার ধরে শরীর উপর-নীচও করতে দেখা গিয়েছে প্রৌঢ়কে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ফিটনেস_হেভেন অফিসিয়াল’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখছেন। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে সেটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের অনেকেই ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন। অনেকে আবার প্রৌঢ়ের কাণ্ড দেখে উদ্বেগ প্রকাশ করেছেন। নেটাগরিকদের অনেকেরই দাবি, প্রৌঢ় হয় মত্ত ছিলেন বা মানসিক ভারসাম্যহীন। কারণ সুস্থ মস্তিষ্কে কেউ এ ধরনের বিপজ্জনক কাজ করার কথা চিন্তা করবেন না। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘সত্যিকারের ডেয়ারডেভিল। মনে হয় দেশি মদ পেটে পড়েছিল। না হলে এই কাণ্ড কেউ ঘটাবে না।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘নিশ্চয়ই বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। না হলে বৃদ্ধের বাঁচার কথা নয় কোনও ভাবেই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement