Bizarre Motel

৮৭৫ টাকায় বিক্রি হচ্ছে ৯৬ কামরার রাত্রি-আবাস! জোড়া শর্তে হাতের মুঠোয় আসবে সম্পত্তি

‘স্টে ইন’ নামের ওই মোটেলটিতে ৯৬টি কামরা রয়েছে। সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন অনুয়ায়ী, ২০২৩ সালে ৯০ লক্ষ ডলারের বিনিময়ে ওই মোটেলটি কিনেছিলেন এক ব্যবসায়ী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৫
Share:

—প্রতীকী ছবি।

সাধারণ মানের একটি হোটেলে রাত্রিযাপনের ভাড়া কত? মেরেকেটে হাজার টাকা। তার থেকেও কম দামে সম্পূর্ণ মোটেল বিক্রি হচ্ছে আমেরিকায়। মার্কিন মুলুকের ডেনভার শহরের ওই পথের ধারের রাত্রি-আবাস বিক্রি হচ্ছে মাত্র ৮৭৫ টাকায়! অবিশ্বাস্য মনে হলেও বিষয়টি সত্যি। আর সেই খবর প্রকাশ্যে আসার পর হইচই পড়েছে।

Advertisement

কিন্তু কেন এত কম দামে বিক্রি করা হচ্ছে মোটেলটি? নেপথ্যে কি কোনও রহস্য লুকিয়ে রয়েছে? সেখানে বাস করে কোনও ‘অশরীরী’? না, তেমনটা নয়। আসলে বিক্রেতাদের তরফে জানানো হয়েছে, ৮৭৫ টাকায় সেই ব্যক্তিই মোটেলটি কিনতে পারবেন যিনি সেটির সংস্কার করবেন এবং গৃহহীনদের থাকার ব্যবস্থা করবেন।

স্টে ইন নামের ওই মোটেলটিতে ৯৬টি কামরা রয়েছে। সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন অনুয়ায়ী, ২০২৩ সালে ৯০ লক্ষ ডলারের বিনিময়ে ওই মোটেলটি কিনেছিলেন এক ব্যবসায়ী। কিন্তু সম্পত্তি রক্ষা করতে খুব বেশি মেরামত করেননি। মোটেলটির সামনের রাস্তা, রেলিং এবং বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা মেরামতের প্রয়োজন। আরও অনেক ছোটখাটো মেরামতির কাজ বাকি। তাই যিনি এখন ওই মোটেলটি কিনবেন, তাঁকে অবশ্যেই ঘষেমেজে নিতে হবে ওই রাত্রি-আবাসটিকে।

Advertisement

এ ছাড়াও আগামী ৯৯ বছরের জন্য ওই মোটেলটিকে কোনও ভাবেই ব্যবসায়িক কাজে ব্যবহার করতে পারবেন না ক্রেতা। কমপক্ষে ২১২৫ সাল পর্যন্ত গৃহহীন এবং অভাবী মানুষদের থাকতে দিতে হবে সেখানে। এই দুই শর্ত মানলেই কেল্লা ফতে! মাত্র ৮৭৫ টাকায় ৯৬ কামরার পুরো মোটেলটির মালিকানা পাওয়া যাবে।

‘ডেনভার ডিপার্টমেন্ট অফ হাউসিং স্ট্যাবিলিটি’র মুখপাত্র ডেরেক উডবারি জানিয়েছেন, এ বছরের শেষের দিকেই হয়তো বিষয়টি নিয়ে চুক্তি সম্পন্ন হবে। ওই মোটেলটি বর্তমানে গৃহহীন মানুষদের রাখার জন্যই ব্যবহার করা হচ্ছে। ‘মেট্রো ডেনভার হোমলেসনেস ইনিশিয়েটিভ’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ডেনভার মেট্রো এলাকায় গৃহহীন মানুষের সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত তা বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement