Viral Video

ছানাদের বোকা বানাতে সাঁতার কাটতে কাটতে উধাও মা হাঁস, মজার ভিডিয়ো ভাইরাল

শ্যাওলাভর্তি একটি জলাশয়ে সন্তানদের নিয়ে সাঁতার কেটে বেড়াচ্ছিল তাদের মা। মা হাঁসের পিছন পিছন সাঁতার কাটছিল ছানারা। তাদের মা জলাশয়ের যে দিকে যে পথে সাঁতার কেটে যাচ্ছে সেই পথ অনুসরণ করছে হাঁসের ছানাগুলি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ১৮:০৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

শ্যাওলাপড়া পুকুরে ছানাদের নিয়ে সাঁতার কাটছিল মা হাঁস। কিন্তু জলে নামার পর সন্তানদের ভেলকি দেখাতে শুরু করল তাদের মা। সন্তানেরা যখনই মায়ের কাছে পৌঁছে যাচ্ছে, তখনই জলে ডুব দিচ্ছে মা হাঁস। আবার কিছুটা দূরে গিয়ে সন্তানদের দেখা দিচ্ছে সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ডাক_লাভার_লাইফ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, শ্যাওলাভর্তি একটি জলাশয়ে সন্তানদের নিয়ে সাঁতার কেটে বেড়াচ্ছিল তাদের মা। মা হাঁসের পিছন পিছন সাঁতার কাটছিল ছানারা। তাদের মা জলাশয়ের যে দিকে যে পথে সাঁতার কেটে যাচ্ছে সেই পথ অনুসরণ করছে হাঁসের ছানাগুলি। তা বুঝতে পেরেই সন্তানদের সঙ্গে মশকরা করার জন্য এক ফন্দি আঁটল মা হাঁসটি। ছানারা যখনই তার কাছে পৌঁছে যাচ্ছে তখনই জলের তলায় ডুব দিচ্ছে সে।

মাকে দেখতে না পেয়ে এক জায়গায় অপেক্ষা করছে ছানাগুলি। জলের তলা দিয়ে সাঁতার কেটে কিছু দূরে এগিয়ে গিয়ে মাথা বার করছে মা হাঁসটি। মায়ের দেখা পেয়ে তাড়াহুড়ো করে সে দিকে সাঁতার কেটে যাচ্ছে তার ছানারা। আবার একই ভাবে জলের তলায় ডুবে সাঁতার কেটে এগিয়‌ে যাচ্ছে মা হাঁসটি। মা যে কখন, কোথায় চলে যাচ্ছে আবার কোথা থেকে হাজির হচ্ছে তা বুঝতে পারছে না হাঁসের ছানাগুলি। শুধু মায়ের দেখা পেতেই সে দিকে ছুটে ছুটে যাচ্ছে তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement