viral video

চলন্ত বাইকে দুই যুবকের মাঝে দাঁড়িয়ে উদ্দাম নাচ, চুমুও ছুড়লেন মত্ত তরুণী! স্টান্টের ভিডিয়ো ভাইরাল

তরুণী চলন্ত বাইকের উপর দাঁড়িয়ে মাঝেমাঝে নাচের ভঙ্গি করছেন। এমনকি চুমু ছুড়ে দিচ্ছেন পথচলতি গাড়ি ও বাইকের উদ্দেশে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে ঘটনাটির ভিডিয়ো।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৫ ১৩:৪২
Share:

ছবি: সংগৃহীত।

রাতের অন্ধকারে প্রচন্ড গতিতে রাস্তায় এঁকেবেঁকে চলছে বাইক। বাইকে সওয়ার দুই যুবক। তাঁদের মাঝখানে বাইকের উপর উঠে দাঁড়িয়ে স্টান্ট দেখাচ্ছেন এক তরুণী। ওই তরুণী চলন্ত বাইকের উপর দাঁড়িয়ে মাঝে মাঝে নাচের ভঙ্গি করছেন। এমনকি চুমু ছুঁড়ে দিচ্ছেন পথচলতি গাড়ি ও বাইকের উদ্দেশে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে ঘটনাটির ভিডিয়ো। ভিডিয়োটি ভাইরাল হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে। যদিও এই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কবেকার তা ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাইক নিয়ে উদ্দাম গতিতে ছুটে চলেছেন চালক। তাঁর পিছনে দাঁড়িয়ে রয়েছেন তরুণী। তাঁর খোলা চুল হাওয়ায় উড়ছে। বাইকের পিছনে বসে থাকা এক যুবক তাঁকে জড়িয়ে ধরে আছেন। সংবাদমাধ্যমের দাবি, তরুণী মত্ত অবস্থায় এই কাণ্ড ঘটিয়েছেন। মত্ত অবস্থায় থাকা তরুণী বাতাসে হাত নাড়ছেন, মাঝেমাঝে উল্লসিত হয়ে চিৎকার করছেন এবং নাচছেন। অন্যান্য গাড়ির যাত্রীদের এবং ঘটনার ভিডিয়ো করছিলেন যিনি, তাঁর দিকেও তরুণীকে চুমু ছুঁড়ে দিতে দেখা গিয়েছে ভিডিয়োয় ।

ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর ট্র্যাফিক পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে। ভোপালের অতিরিক্ত ডিসিপি ট্র্যাফিক (উত্তর) বসন্ত কুমার কৌল বলেন, ঘটনার তারিখ সম্পর্কে নিশ্চিত না হলেও, বাইকের রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে বাইকের মালিক এবং তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। ‘নিউজ় অ্যালার্ট’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি ২৮ ফেব্রুয়ারি পোস্ট করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement