—প্রতীকী ছবি।
সঙ্গম করতে করতে হৃদ্রোগে আক্রান্ত! পরমুহূর্তেই মৃত্যু হয়েছিল ৫৫ বছর বয়সি প্রৌঢ়ের। সেই ঘটনার এক মাস পরে গ্রেফতার হলেন তাঁর ৩৪ বছর বয়সি সমকামী সঙ্গী। লোকমান্য তিলক মার্গ পুলিশ ১৭ মার্চ ওই যুবককে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনা হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুম্বইয়ের কালবাদেবী এলাকায় গত মাসে ওই প্রৌঢ়ের মৃত্যু হয়। ওই সময়ে তিনি তাঁর সমকামী সঙ্গীর সঙ্গে সঙ্গম করছিলেন। সঙ্গম করার সময়ই হৃদ্রোগে আক্রান্ত হন প্রৌঢ়। ভয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান তাঁর সঙ্গী যুবক। এর পর থেকেই পুলিশ তাঁর খোঁজ করছিল।
পুলিশ জানিয়েছে, সঙ্গমের সময় ওই প্রৌঢ় অজ্ঞান হয়ে যান। চিকিৎসা সহায়তা দেওয়ার পরিবর্তে তাঁকে ওই অবস্থাতেই রেখে পালিয়ে যান সঙ্গী। পরে ওই প্রৌঢ়ের দেহ উদ্ধার হয়। তদন্তের সময় পুলিশ জানতে পারে যে, অভিযুক্ত ওই যুবক পালিয়ে যাওয়ার আগে মৃত প্রৌঢ়ের মোবাইল ফোনও চুরি করেছিলেন। সেই ঘটনার এক মাসের মাথায় গ্রেফতার করা হল ওই যুবককে।
লোকমান্য তিলক মার্গ পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলেও খবর। অন্য দিকে, খবরটি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে হইচই পড়েছে। নেটাগরিকদের অনেকেই সেই খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন।