Viral

বিয়ের রাতে ভারতীয় গানে তুমুল নাচ পাকিস্তানি কনের, কাজল-করিনার কথা মনে পড়ে গেল দর্শকের

মেহেন্দির রাত। নাচ গানের আসর বসেছিল পাকিস্তানের অজানা কোনও শহরে। রঙিন ঝাড়লণ্ঠনের চাঁদোয়ার নীচে নাচছিলেন পাকিস্তানি কন্যা। গানের লব্জ পাকিস্তানি নয়, ভারতীয়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১৪
Share:

দিন কয়েক আগেই ভারতীয় শিল্পী লতা মঙ্গেশকরের গানে নেচে তাক লাগিয়েছিলেন এক পাক-তরুণী। ছবি: ইনস্টাগ্রাম

ভারত-পাক সীমান্তে যতই বিরোধ থাক সংস্কৃতিতে দুই প্রতিবেশী দেশকে যে আলাদা করা মুশকিল, তা আরও একবার বুঝিয়ে দিলেন এক পাকিস্তানি কন্যা।

Advertisement

দিন কয়েক আগেই ভারতীয় শিল্পী লতা মঙ্গেশকরের গানে নেচে তাক লাগিয়েছিলেন এক পাক-তরুণী। এ বার নেটাগরিকদের মন জিতলেন পাকিস্তানের এক কনে। নিজের বিয়ের মেহেন্দির রাতে বলিউডের একটি জনপ্রিয় ছবির গান বেছে নিয়ে তাতে চুটিয়ে নাচলেন তিনি। যা দেখে ছবির নায়িকাদের সঙ্গেও পাকিস্তানের কনের তুলনা টেনে বসলেন অনেকে।

মেহেন্দির রাতে নাচ গানের আসর বসেছিল পাকিস্তানের অজানা কোনও শহরে। রঙিন ঝাড়লণ্ঠনের চাঁদোয়ার নীচে নাচছিলেন পাকিস্তানি কন্যা। তবে সেউ গানের লব্জে উর্দু নয়। করন জোহর পরিচালিত ছবি ‘কভি খুশি কভি গম’-এর গান বোলে চুড়িয়ার তালে নেচেছেন ওই পাক কনে। ইনস্টাগ্রামে সেই নাচ-গানের একটি ভিডিয়ো প্রকাশ্য়ে এসেছে। ভিডিয়োটি শেয়ার হওয়ার পর থেকে লাখোবার দেখা হয়ে গিয়েছে। তবে ওই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন