viral video

‘অবাধ্য’ ছাত্রের চুলের মুঠি ধরে বেদম মার! ভিডিয়ো ভাইরাল হতেই শাস্তি পেলেন পুলি‌শকর্মী

সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একজন সাব ইনস্পেক্টর থানা ভিতরে এক জন ছাত্রকে নির্মম ভাবে মারধর করছেন। ছাত্রের চুল ধরে টেনে নিয়ে তাঁকে নির্দয় ভাবে মারতে শুরু করেন ওই পুলিশকর্মী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ০৭:২৪
Share:

ছবি: সংগৃহীত।

থানায় ডেকে এনে এক যুবকের চুলের মুঠি ধরে নির্দয়ভাবে মারধর করছেন এক পুলিশকর্মী। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়ো দেখে ক্ষুব্ধ হয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিয়ো দেখে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে বারাণসীর একটি থানায়। তবে কবে ঘটনাটি ঘটেছে তার সঠিক দিনক্ষণ জানা যায়নি। ভাইরাল এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

‘ঘর কা কলেশ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ছড়িয়ে পড়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একজন সাব ইনস্পেক্টর থানা ভিতরে এক জন ছাত্রকে নির্মমভাবে মারধর করছেন। ছাত্রের চুল ধরে টেনে নিয়ে তাঁকে নির্দয়ভাবে মারতে শুরু করেন ওই পুলিশ কর্মী। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে অভিযুক্ত সাব ইনস্পেক্টরের নাম নবীন চতুর্বেদী। ছাত্রদের দু’টি দলের মধ্যে মারামারির ঘটনায় তিন ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য বারাণসীর সঙ্কটমোচন থানায় ডেকে পাঠানো হয়। সেখানেই সকলের সামনে সাব ইনস্পেক্টরের এক ছাত্রকে কিছু জিজ্ঞাসা করতে করতে তাঁর দিকে এগিয়ে এসে চুল ধরে মাটিতে ফেলে পেটাতে থাকেন।

ভয়াবহ সেই দৃশ্য দেখে চমকে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। তাঁরা পুলিশের এ হেন বর্বরতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটাগরিকরা। তাঁরা দোষী পুলিশ কর্মীর শাস্তির দাবি তোলেন। জনসাধারণের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখে ঘটনার পর বারাণসীর ডিসিপি ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানিয়েছিলেন দোষী প্রমাণিত হলে, থানার ইনচার্জকে বরখাস্ত করা হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে পুলিশ কর্মীকে নিলম্বিত ( সাসপেন্ড) করা হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement