cat

Viral: স্মার্ট ক্যাট! ওয়াটার কুলার থেকে দিব্যি জল খেল বিড়াল

ওয়াটার কুলার থেকে যে ভাবে জল খেল বিড়ালটি, তা দেখে মজলেন অনেকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২২ ১৫:৪৮
Share:

ছবি টুইটার।

বড্ড তেষ্টা পেয়েছিল। কিন্তু জল দেওয়ার কেউ নেই। তা হলে তেষ্টা মেটাবে কী করে? এই অবস্থায় মাথা খাটাল বিড়ালটি।

Advertisement

চোখের সামনে দেখল, রাখা রয়েছে ওয়াটার কুলার (ঠান্ডা জল রাখার পাত্র)। কিন্তু, সেখান থেকে জল খায় তো মানুষ। সে খাবে কী করে?

না, বিড়ালকে এতটা খাটো করা বোধহয় ঠিক নয়। তাই তো দিব্যি ওয়াটার কুলার থেকে জল খেল সে। এক পা দিয়ে ওয়াটার কুলারের ট্যাপ খুলে দাঁড়িয়ে মুখ লাগিয়ে জল খেল।

Advertisement

এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। বিড়ালের এ হেন কাণ্ড দেখে মজেছেন অনেকেই। কেউ কেউ বিড়ালটিকে ‘স্মার্ট ক্যাট’ বলেও মন্তব্য করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement