Puzzle

দুষ্টুমির ধাঁধা, আসলে খুবই কঠিন কিন্তু দেখলে মনে হবে সহজ! এর সমাধান কি আছে আপনার কাছে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৪ ২২:০৫
Share:

ছবি: সংগৃহীত।

এ ধরনের ধাঁধা দেখলে মনে হতে পারে খুবই সহজ। কিন্তু আসলে এর সমাধান সহজ নয়। এর জন্য দরকার যুক্তিবাদী মন। আপনার কি সেই মন বা মনন আছে? পরীক্ষা করে দেখুন।

Advertisement

উপরের ছবিতে তিন ধরনের প্রাণী রয়েছে। তিনটি গরু, দু’টি কুকুর এবং একটি বিড়াল। এই তিন গৃহপালিত প্রাণীর ছবি দিয়ে এক্স হ্যান্ডলে এক ব্যক্তি জানতে চেয়েছেন, ‘‘ধরে নিন আপনার কাছে তিনটি গরু, দু’টি কুকুর এবং একটি বিড়াল আছে। তা হলে বলুন দেখি আপনার কাছে কতগুলি পা আছে?’’

এই প্রশ্নের উত্তর কি আপনি দিতে পারবেন? ভাল করে ভেবে বলুন তো?

Advertisement

আপনার উত্তর কি ২৪? বা ১৮? নাকি ২৬?

অনেকেই উত্তর দিয়েছেন ২৬। কেউ আবার লিখেছেন ২৪। আবার কেউ কেউ ২ লিখেছেন উত্তরে।

আপনার মতে কোনটি সঠিক?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement