China

একা ট্রেকিং করতে গিয়ে ১০ দিন বরফে আটকে! টুথপেস্ট খেয়ে পেট ভরাতেন তরুণ

গত এক বছর ধরে পর্বতারোহণের প্রতি আগ্রহ তৈরি হয় সানের। ইতিমধ্যেই তিন বার ট্রেকিং করে ফেলেছেন তিনি। চতুর্থ বার একা ট্রেকিং করার সিদ্ধান্ত নেন তরুণ অভিযাত্রী। ট্রেকিংয়ের জন্য আও পর্বত এবং তাইবাই পর্বত সংলগ্ন ১৭০ কিলোমিটার দীর্ঘ আও-তাই লাইন বেছে নিয়েছিলেন সান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৫ ১৩:০২
Share:

—প্রতীকী ছবি।

বরফাবৃত পর্বতে একা ট্রেকিং করতে গিয়ে বিপদের মুখে পড়লেন তরুণ। দুর্গম পথ এবং খারাপ আবহাওয়ার কারণে পথ হারিয়ে ফেললেন তিনি। বৈদ্যুতিন যন্ত্রের ব্যাটারি শেষ হয়ে যাওয়ার ফলে সকলের সঙ্গে যোগাযোগও ছিন্ন হয়ে যায় তাঁর। ফেরার পথ খুঁজতে গিয়ে পা হড়কে পড়ে যান তিনি। ডান হাত ভেঙে যায় তাঁর। তার পর থেকে টানা দশ দিন তুষারে ঢাকা পর্বতেই দিন কেটেছে তাঁর। হাড়হিম করা ঠান্ডায় বেঁচে থাকতে কখনও খেয়েছেন বরফ, কখনও গিলেছেন টুথপেস্ট। দশ দিন পর স্থানীয় উদ্ধারকারী দলের কর্মীরা তাঁকে উদ্ধার করেন।

Advertisement

ঘটনাটি ফেব্রুয়ারি মাসে উত্তর-পশ্চিম চিনে শাংসি প্রদেশে ঘটেছে। ১৮ বছর বয়সি ওই তরুণের নাম সান লিয়াং। গত এক বছর ধরে পর্বতারোহণের প্রতি আগ্রহ তৈরি হয় সানের। ইতিমধ্যেই তিন বার ট্রেকিং করে ফেলেছেন তিনি। চতুর্থ বার একা ট্রেকিং করার সিদ্ধান্ত নেন তরুণ অভিযাত্রী। ট্রেকিংয়ের জন্য আও পর্বত এবং তাইবাই পর্বত সংলগ্ন ১৭০ কিলোমিটার দীর্ঘ আও-তাই লাইন বেছে নিয়েছিলেন সান। কিন্তু এই পথ যে কত দুর্গম হতে পারে তা আন্দাজ করতে পারেননি তিনি। ট্রেকিং শুরু হওয়ার দু’দিনের মাথায় সানের কাছে থাকা বৈদ্যুতিন যন্ত্রের ব্যাটারি ফুরিয়ে যায়। ফলে পরিবারের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায় সানের। খারাপ আবহাওয়ায় বাড়ি ফেরার পথ হারিয়ে ফেলেন তিনি।

দুর্গম পথে ট্রেকিং করতে গিয়ে পা হড়কে পড়ে যান সান। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁর ডান হাতটি ভেঙে যায়। কোনও রকমে একটি বড় পাথরের পিছনে আশ্রয় নেন তিনি। হাড়হিম করা ঠান্ডায় বেঁচে থাকার জন্য কখনও বরফ খেয়েছেন। কখনও বা টুথপেস্ট খেয়ে পেট ভরাতে হয়েছে সানকে। এ ভাবেই দশ দিন বরফাবৃত পর্বতে আটকে ছিলেন তিনি। হঠাৎ এক দিন ধোঁয়া দেখতে পেয়ে চিৎকার করতে শুরু করেন তিনি। আসলে বহু দিন ধরে যোগাযোগ করতে না পেরে সানের পরিবার স্থানীয় উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করে। দশ দিন পর সানকে উদ্ধার করা হয়।

Advertisement

পরে সান স্বীকার করেছেন যে তিনি আও-তাই লাইনের বিধিনিষেধ সম্পর্কে অবগত ছিলেন না এবং রোমাঞ্চের জন্য এই চ্যালেঞ্জটি গ্রহণ করেছিলেন তিনি। উদ্ধারের পর তিনি সমাজমাধ্যমে নেটাগরিকদের বিপদ সম্পর্কে সতর্ক করে লেখেন, ‘‘এই দশ দিন আমি আতঙ্কিত ছিলাম। এই এলাকাটি ট্রেকিংয়ের জন্য অত্যন্ত বিপজ্জনক। এত জোরে হাওয়া বইছিল যে, আমি ট্রেকিং পোলের সাহায্যেও ঠিকমতো দাঁড়াতে পারছিলাম না। ভারী তুষারপাতের কারণে সামনে কিছু দেখতেও পাচ্ছিলাম না আমি। এই পথে ট্রেকিং না করার জন্য আমি অনুরোধ করছি। জীবন খুবই মূল্যবান। অযথা ঝুঁকি নেবেন না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement