ছবি: সংগৃহীত।
বিষধর গোখরোর কামড় খেয়েছিলেন প্রৌঢ়। সেই রাগে সাপটিকে গলায় পেঁচিয়ে রাস্তায় ঘুরে ঘুরে গ্রামবাসীদের দেখালেন তিনি। এমনকি পথচলতি মানুষের গায়ে সাপটি ছুড়ে মারার চেষ্টা করেন তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অন্ধ্রপ্রদেশের কোনাসিমা জেলার বাসিন্দা ওই প্রৌঢ় মদের নেশায় এই কাণ্ড ঘটিয়েছেন। সাপ গলায় নিয়ে ঘুরে বেড়ানোর একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সাপটিকে গলায় জড়িয়ে ঘুরে বে়ড়াচ্ছেন মদ্যপ। তাঁকে সাপের কামড় থেকে বাঁচানোর চেষ্টা করতেই তিনি সাপটিকে গ্রামবাসীদের গায়ে ছুড়ে মারতে উদ্যত হচ্ছেন। খালি গায়ে লুঙ্গি পরা প্রৌঢ়ের কাণ্ডে হইচই পড়ে যায় গ্রামে। সংবাদমাধ্যমে বলা হয়েছে, গোল্লাপল্লি কোন্ডা নামে ওই ব্যক্তি তাঁর বাড়ির উঠোনে মুরগির খাঁচা পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গোখরোর কামড় খান। সাপের ছোবল খেয়ে রাগের চোটে সেটিকে ধরে গলায় পেঁচিয়ে নেন। ওই অবস্থাতেই তিনি রাস্তায় বেরিয়ে সাপটিকে শাপ-শাপান্ত করতে থাকেন। সাপটিকে গলায় জড়িয়ে ধরে তিনি চিৎকার করে বলতে শুরু করেন, ‘‘আমাকে কামড়ানো, মজা দেখাচ্ছি।’’ প্রৌঢ় সাপটিকে নিয়ে গ্রামের রাস্তায় ঘুরে বেড়ান ও গ্রামবাসীদের সাপটি ছুড়ে মারার ভয় দেখাতে থাকেন। ভিডিয়োয় দেখা গিয়েছে তিনি স্থানীয়দের দিকে সাপটি ছুড়ে মারার চেষ্টা করছেন।
পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে যখন ওই ব্যক্তি সরীসৃপটিকে নিয়ে স্টান্ট দেখাতে শুরু করেন। মাথা চেপে ধরে সাপটিকে হাতে নিয়ে নেন তিনি। সাপটি তাঁকে আরও এক বার কামড় দেয়। এর পর গ্রামবাসীরা প্রৌঢ়ের থেকে সাপটি ছিনিয়ে নিয়ে সেটিকে রাস্তায় ফেলে দেন। ভিডিয়োটি ‘তেলুগুস্ক্রাইব’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। হাজার হাজার মানুষ সেই ভিডিয়ো দেখে আঁতকে উঠেছেন। ভিডিয়োটি ইতিমধ্যে কয়েক হাজার বার দেখা হয়েছে। বহু মানুষ তাতে নানা মন্তব্য করেছেন। কোন্ডাকে চিকিৎসার জন্য একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবরে প্রকাশ, কোন্ডা বিপন্মুক্ত এবং হাসপাতালে চিকিৎসাধীন।