ছবি: সংগৃহীত।
এক-আধটা নয় গুনে গুনে ৪০০টি পায়রা। নিঃশব্দে মিরাটের একটি বাড়ি থেকে চুরি করে নিয়ে গেল চোর। মিরাটের লিসাড়ি গ্রামের অদ্ভুত এই চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চর্চা। সমাজমাধ্যমেও ছড়িয়ে পড়েছে ঘটনাটি। চুরি যাওয়া পাখির মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। চুরির ঘটনার পরের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে পাখির মালিক খালি খাঁচাগুলো দেখাচ্ছেন যেখানে পায়রাগুলি রাখা হয়েছিল। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
সংবাদমাধ্যমে পাখি ব্যবসায়ী জানিয়েছেন, তিনি গত কুড়ি বছর ধরে পায়রা পুষছেন ও তা বিক্রি করেন। সকালে উঠে তিনি ছাদে এসে দেখতে পান সমস্ত খাঁচা খালি হয়ে গিয়েছে। প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি। চোরেরা টুঁ শব্দ না করে শয়ে শয়ে পাখি নিয়ে পালিয়েছে দেখে পাখির মালিক হতবাক হয়ে যান। তাঁর মতে চোরেরা ছাদে পৌঁছোনোর জন্য একটি সিঁড়ি ব্যবহার করেছিল এবং পাখি চুরি করেছিল। চুরি করার সময় কোনও শব্দ না করে কী ভাবে পাখি চুরি করতে সক্ষম হয়েছিল তারা সেই কৌশল এখনও স্পষ্ট নয়।
অনেকেরই সন্দেহ চোরেরা পাখির খাঁচা পর্যন্ত পৌঁছোতে কোনও বিশেষ কৌশল বা হাতিয়ার ব্যবহার করেছিল। সে কারণে পাখিগুলি ডানা ঝাপটায়নি বা শব্দ করেনি। স্থানীয় লিসাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। চোরেদের সম্পর্কে সূত্র খুঁজে পেতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।