ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জঙ্গলে সাফারি করতে বেরিয়েছিলেন পর্যটকেরা। বাঘ দেখবেন বলে তাঁদের গাড়ি করে এক জায়গায় নিয়ে যাচ্ছিলেন সাফারি গাইড। কিন্তু যাত্রাপথেই হাজির হল বাঘমামা। পথ আটকে সেখানে বসে পড়ল সে। তার পর রাস্তায় বসে বার বার গর্জন করতে শুরু করল বাঘটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘জিমকরবেটঅ্যাডভাইসর’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জঙ্গলের রাস্তায় আরাম করে বসে রয়েছে একটি বাঘ। বসে বসে গর্জন করছে সে। বাঘের সামনে দাঁড়িয়ে পড়েছে জঙ্গলে সাফারি করতে বেরোনো পর্যটকদের গাড়ি। পথ আটকে রয়েছে বাঘটি। পর্যটকদের দেখে সেখান থেকে উঠে পড়ল বাঘ। তার পর গাড়িগুলির দিকে ঘুরে গিয়ে আবার গর্জন করতে শোনা গেল তাকে।
গাড়ির ভিতর পর্যটকেরা তখন এই দৃশ্য ক্যামেরাবন্দি করতেই ব্যস্ত। ঘটনাটি উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যানে ঘটেছে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বন্য প্রাণীদের এলাকায় ঢুকে পড়ে তাদের বিরক্ত করা উচিত নয়। এতে হিতে বিপরীত হয়।’’ আবার এক জন ভ্রমণপ্রেমী মন্তব্য করেছেন, ‘‘জঙ্গলে সাফারি করার এই মজা। নানা ধরনের অভিজ্ঞতার সাক্ষী থাকা যায়।’’