UBER

‘কোন সুগন্ধি ব্যবহার করেন?’ মেসেজে তরুণী যাত্রীকে উত্ত্যক্ত! অভিযোগ উবর চালকের বিরুদ্ধে

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেরলের ওই তরুণীর নাম স্মৃতি কন্নন। অভিযুক্ত উবর চালকের নাম মহম্মদ মিশাল। সম্প্রতি মিশালের ক্যাবে করে কোচির এড়াপ্পলি গিয়েছিলেন স্মৃতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৯
Share:

—প্রতীকী ছবি।

মহিলা যাত্রীকে আপত্তিকর মেসেজ। চালকের কীর্তিতে বিতর্কের মুখে অ্যাপ ক্যাব সংস্থা উবর। কেরলের ওই তরুণীর অভিযোগ, তাঁকে মেসেজ করে তাঁর ব্যবহার করা সুগন্ধির বিষয়ে জিজ্ঞাসা করেন ওই চালক। সেই মেসেজের স্ক্রিনশট ইতিমধ্যেই সমাজমাধ্যমে পোস্ট করেছেন তিনি। ভাইরাল হয়েছে সেই পোস্ট। যদিও পোস্টে থাকা স্ক্রিনশটগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেরলের ওই তরুণীর নাম স্মৃতি কন্নন। অভিযুক্ত উবর চালকের নাম মহম্মদ মিশাল। সম্প্রতি মিশালের ক্যাবে করে কোচির এড়াপ্পলি গিয়েছিলেন স্মৃতি। কিন্তু অভিযোগ, দিন কয়েক আগে অপরিচিত নম্বর থেকে হঠাৎই স্মৃতিকে হোয়াট্‌সঅ্যাপে মেসেজ পাঠান মিশাল। স্মৃতি কোন সুগন্ধি ব্যবহার করেন, তা জানতে চান। তিনি লেখেন, ‘‘আপনার কি আমাকে মনে পড়ছে? আপনি কোন সুগন্ধি ব্যবহার করেন, বলতে পারেন?’’ ভাইরাল হওয়া স্ক্রিনশটেও তেমনটাই দেখা গিয়েছে। তবে চালকের মেসেজ পাওয়ার পরেই বিষয়টি নিয়ে সরব হন স্মৃতি। চালকের নম্বর ব্লক করার পাশাপাশি এক্স হ্যান্ডলে বিষয়টি নিয়ে পোস্ট করেন। অ্যাপের মাধ্যমে ক্যাব বুক করার ক্ষেত্রে যাত্রীসুরক্ষা নিয়েও প্রশ্ন তোলেন। এক্স হ্যান্ডল থেকে পোস্ট করে স্মৃতি লেখেন, ‘‘উবর ইন্ডিয়া, আপনাদের গোপনীয়তা রক্ষার সেটিংস এতটা খারাপ? একজন উবর চালক আমাকে হোয়াট্‌সঅ্যাপে মেসেজ করেছেন এবং ভয়ঙ্কর সব প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। মহিলারা কতটা নিরাপদ?’’

স্মৃতির সেই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল। লক্ষাধিক বার তাঁর সেই পোস্ট দেখা হয়েছে। পোস্ট দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। পদক্ষেপ করেছে উবরও। সংস্থার তরফে ওই চালককে বরখাস্ত করা হয়েছে। উবরের এক কর্তা সংবাদমাধ্যম ‘ফ্রি প্রেস জার্নাল’কে বলেছেন, ‘‘সব উবর ট্রিপে চালক এবং গ্রাহক একে অপরের নম্বর দেখতে পান না। কিন্তু এ ক্ষেত্রে গ্রাহক ইউপিআই-এর মাধ্যমে চালককে ভাড়া দিয়েছিলেন। সেখান থেকেই গ্রাহকের নম্বর পেয়েছেন ওই চালক। এক বার সফর শেষ হওয়ার পর কোনও চালক কোনও গ্রাহককে মেসেজ করতে পারেন না। এটি আমাদের নিয়মের পরিপন্থী। চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement