ছবি: সংগৃহীত।
মুখোমুখি দুই চিরশত্রু। তাই যুদ্ধ অবশ্যম্ভাবী। কোণঠাসা হয়েও এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় কেউই। ‘হাতের মুঠোয়’ পেয়ে দুই যুযুধানের চলল ভীষণ লড়াই। দু’জনেই সমানতালে প্রাণপণ লড়াই চালিয়ে গেল। সাপ-নেউলের চিরাচরিত শত্রুতারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি অপরিসর জায়গায় ধুন্ধুমার লড়াই শুরু হয়েছে একটি গোখরো ও বেজির। সাপটিকে একা পেয়ে বেজিটি মেজাজ হারিয়ে ফেলে। তারা এমন পরিস্থিতিতে পড়ে যেখান থেকে বেরিয়ে আসা অসম্ভব। সঙ্কীর্ণ এলাকায় দু’জনের মধ্যে শুরু হয় মরণপণ যুদ্ধ। বেজিটির সামনে সাপটি ফণা মেলে দাঁড়িয়ে পড়ে। তা দেখে রাগে ফুঁসতে ফুঁসতে বেজিটি এগিয়ে এসে সাপের মুখটি কামড়ে ধরে। সাপটিও শরীর দিয়ে বেজিটিকে পেঁচিয়ে ধরে। কোনও রকমে বেজিটি সাপের কবল থেকে নিজেকে মুক্ত করে। লেজের ঝাপটা খেয়েও মরণকামড় আলগা করেনি বেজিটি। সাপের মুখে মরণকামড় দিয়ে মাটিতে গড়াগড়ি খেতে থাকে পরাক্রমী নেউলটি। সাপটি বেজির চোয়াল থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারে না। ধীরে ধীরে নেতিয়ে যায় তার দেহ। আর এখানেই শেষ হয়ে যায় ৩২ সেকেন্ডের ভিডিয়োটি। তবে শেষের অংশ দেখে মনে হয়েছে বেজির কাছে হার মানতে হয়েছে সাপটিকে।
ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘কিউট গার্ল৭৮৯’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর নেটাগরিকদের নজর কেড়েছে। কয়েক লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। ভয়ঙ্কর সেই যুদ্ধের ভিডিয়ো দেখে আঁতকে উঠেছেন নেটাগরিকেরা। এক জন নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘খুব আকর্ষণীয় ভিডিয়োটি, এবং এটা সত্যি যে বেজিরাই সব সময় জিতে যায়।’’