viral video

‘ঘরে’ ঢুকে পড়েছিল অনাহুত অতিথি, বাগে পেয়ে ভয়াবহ বিষাক্ত প্রাণীকে খুবলে খেল সামান্য মাছ!

ভিডিয়োয় একটি হলুদ-কালো ডোরাকাটা মাছ এবং একটি কাঁকড়াবিছেকে মুখোমুখি হতে দেখা গিয়েছে। কাচের অ্যাকোয়ারিয়ামে অনেকগুলি রঙিন মাছের সঙ্গে ঘোরাফেরা করছিল এই হলুদ মাছটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১০:২৭
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

বিছের মতো বিষাক্ত পতঙ্গ খুব কমই আছে। হুলের দ‌ংশনে শিকারকে আধমরা করে দেওয়ার ক্ষমতা রাখে এই ভয়ঙ্কর প্রাণীটি। সেই ভয়ানক প্রাণীকেও খাদ্য বানিয়ে ফেলল এক অকুতোভয় মাছ। কালো কুচকুচে একটি কাঁকড়াবিছেকে ধরে খপ করে কামড়ে লেজ ছিঁড়ে নিতে দেখা গেল একটি ছোট্ট মাছকে। সমাজমাধ্যমে প্রকাশিত এক ভিডিয়োয় দেখা গিয়েছে এই অদ্ভুত ঘটনাটি। প্রকাশ্যে আসার পরই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় একটি হলুদ-কালো ডোরাকাটা মাছ এবং একটি কাঁকড়াবিছেকে মুখোমুখি হতে দেখা গিয়েছে। কাচের অ্যাকোয়ারিয়ামে অনেকগুলি রঙিন মাছের সঙ্গে ঘোরাফেরা করছিল এই হলুদ মাছটি। সেখানে হঠাৎ করেই এসে পড়ে একটি কালো মোটাসোটা কাঁকড়াবিছে। তাকে দেখামাত্র ছুটে এসে বিষাক্ত প্রাণীটির লেজে কামড় বসায় মাছটি। এক ঝটকায় বিছের লেজটি ছিঁড়ে নেয় মাছটি। চোখের পলকে হুলসমেত লেজটি খপ করে গিলে নেয় মাছটি। তাতে আশ মেটেনি ক্ষুধার্ত মাছটির। কাঁকড়াবিছের বাকি অংশ খাওয়ার জন্য আবার আক্রমণ শানায় মাছটি। ঠোক্কর মেরে মেরে বিছের দেহের অংশ খুবলে খেতে শুরু করে মাছটি।

‘ওয়াইল্ড লাইফ আনসেন্সরড’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করার কয়েক দিনের মধ্যেই এটি ২০ লক্ষ বার দেখা হয়েছে। প্রায় সাড়ে পাঁচ হাজার দর্শক ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন এই ভিডিয়োয়। কাঁকড়াবিছের মতো বিষাক্ত প্রাণীকে মাছের এ ভাবে আক্রমণ করা দেখে বিস্মিত হয়েছেন অনেকেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement