viral video

হাতিকে দেখে খেপে গেল ঘোড়া, ছুটে গিয়ে কামড় বসাল গজাননের পায়ে! লাঠির ঘায়ে শায়েস্তা করলেন মাহুত

একটি সাদা ঘোড়া একটি বিশাল হাতিকে আক্রমণ করার জন্য ছুটে গিয়েছে। আচমকা এই উপদ্রবে হাতিটিও হকচকিয়ে যায়। ঘোড়াটি তার পায়ে কামড়ানোর চেষ্টা করতেই হাতিটি লাফ দিয়ে ওঠে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ১৩:০৪
Share:

ছবি: সংগৃহীত।

রাস্তা দিয়ে আপন মনে হেঁটে যাচ্ছিল এক বিশাল হাতি। তার পিছু পিছু আসছিল ধবধবে সাদা একটি ঘোড়া। হঠাৎ করে মাথায় দুষ্টুবুদ্ধি ভর করল ঘোড়াটির। দাঁড়িয়ে থাকা হাতিটিকে উত্ত্যক্ত করা শুরু করে দিল ঘোড়াটি। তাড়া করে, কামড়ে ব্যতিব্যস্ত করে তুলল ঘোড়াটি। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে ঘটনাটি মধ্যপ্রদেশের রতলম শহরের। ঘটনাটির ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি সাদা ঘোড়া একটি বিশাল হাতিকে আক্রমণ করার জন্য ছুটল। আচমকা এই উপদ্রবে হাতিটিও হকচকিয়ে গেল। ঘোড়াটি তার পায়ে কামড়ানোর চেষ্টা করতেই হাতিটি লাফ দিয়ে উঠল। তাদের কাণ্ডে রাস্তায় দাঁড় করানো একটি বাইকও উল্টে গেল। হাতি-ঘোড়ার লড়াই দেখে আশপাশে থাকা লোকজনও ভয় পেয়ে ছোটাছুটি করতে শুরু করে দিল।

হাতির মাহুত লাঠি দিয়ে ঘোড়াটিকে নিরস্ত করার চেষ্টা করলেও ঘোড়াটি ছিল নাছোড়বান্দা। হাতির পিছনের পা কামড়ে বেশ কিছু দূর এগিয়ে গেল সে। এমনকি ঘোড়াটি লাফ দিয়ে হাতিটিকে আক্রমণ করারও চেষ্টা করল। ঘোড়াটি কোথা থেকে এল বা তার খেপে যাওয়ার কারণ কী সে সম্পর্কে কোনও সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে কেউ কেউ জানিয়েছেন কাছেপিঠেই এটিকে বেঁধে রাখা হয়েছিল। দড়ি ছিঁড়ে সেটি পালিয়ে এসে হাতির উপর চড়াও হয়। হাতি ও ঘোড়ার অদ্ভুত এই লড়াইয়ের ভিডিয়োটি এক্স হ্যান্ডলে প্রচুর মানুষ শেয়ার করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement