viral video

ভিজতে থাকা বাঁদরকে ছাতা দিয়ে সাহায্য, যত্নের ঠেলায় উড়ে গেল কপিবর! ভিডিয়োর সত্যতা নিয়ে প্রশ্ন

পাহাড়ি এলাকায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। একটি বাঁদর পাথরের উপর বসে ভিজছে। সেই সময়ে সেখানে এক তরুণী আসেন। বাঁদরকে ভিজতে দেখে করুণার উদ্রেক হয় তাঁর। বাঁদরটিকে সাহায্য করার জন্য তাঁর রংবাহারি ছাতাটি প্রাণীটির হাতে তুলে দেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ১১:২৯
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

উপকার করার ফল হল উল্টো। বৃষ্টিতে ভেজা এক বাঁদরকে ছাতা দিয়ে সাহায্য করতে গিয়েছিলেন এক তরুণী। রাস্তার এক ধারে ছোট্ট বাঁদরটিকে বসে ভিজতে দেখেছিলেন তিনি। পাহাড়ি এলাকায় সেই সময় বৃষ্টি হওয়ায় কোথাও যেতেও পারছিল না প্রাণীটি। তাকে দেখে দয়াপরবশ হয়ে নিজের রামধনু রঙের সুদৃশ্য ছাতাটি এগিয়ে দেন তরুণী। সেটি নেড়েচেড়ে দেখতে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনল বাঁদরটি। সেই ঘটনারই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাহাড়ি এলাকায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। একটি বাঁদর পাথরের উপর বসে ভিজছে। সেই সময়ে সেখানে এক তরুণী আসেন। বাঁদরটিকে ভিজতে দেখে করুণার উদ্রেক হয় তাঁর। বাঁদরটিকে সাহায্য করার জন্য তাঁর খোলা রংবাহারি ছাতাটি প্রাণীটির হাতে তুলে দেন। বাঁদরটি প্রথমে ছাতার দিকে কিছু ক্ষণ তাকিয়ে থাকে এবং তার পর সেটি ধরে ফেলে। কিন্তু হঠাৎ এমন কিছু ঘটে, যা কেউ কল্পনাও করতে পারেননি। বাঁদরটি ছাতা ধরার সঙ্গে সঙ্গেই এটি বাতাসে উড়তে শুরু করে। ছাতাটা যেন বাঁদরের প্যারাসুট। বাঁদরটি বাতাসে দুলতে দুলতে উপরের দিকে উড়ে যায় এবং কিছু ক্ষণের মধ্যে ক্যামেরার বাইরে চলে যায়।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘রাজপুতহিমানী’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি কোথায় বা কবে তোলা হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি ভিডিয়োয়। ভিডিয়োটি ৩০ মে পোস্ট করার পর থেকে ৬ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকেরা মজার মজার বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ কেউ এটাও বলছেন যে এই ভিডিয়োটি আসল নয়, বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement