viral video

শান্ত হাস্কি হঠাৎ গেল খেপে, সকালে হাঁটতে বেরোনো তরুণীর ঘাড়ে ঝাঁপাল পোষ্য! ভয় ধরানো ভিডিয়ো প্রকাশ্যে

প্রাতর্ভ্রমণ করার সময় এক তরুণী ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। উল্টো দিক থেকে আসা এক পোষা হাস্কি তাঁকে হঠাৎ আক্রমণ করে বসে। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১৩:৪৬
Share:

ছবি: সংগৃহীত।

আর পাঁচটা দিনের মতো হাঁটছিলেন প্রাতর্ভ্রমণকারীরা। এক মহিলা তাঁর পোষ্যকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন গল্‌ফ কোর্সের রাস্তায়। কোনও কারণ ছাড়াই হঠাৎ পোষা হাস্কিটি আক্রমণ করে বসে অন্য এক পথচারীকে। মালিকের হাত ছাড়িয়ে ঝাঁপিয়ে পড়ে আঁচড়ে-কামড়ে দেয় এক মহিলাকে। রবিবার গুরুগ্রাম গল্‌ফ কোর্স রোডে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল। সিসিটিভি ফুটেজে ঘটনাটি ধরা পড়েছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ঘটনাটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল হওয়া সেই সিসিটিভি ফুটেজে দেখা যায়, লাল টি-শার্ট পরা এক তরুণী ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছেন। সেখানে আরও কয়েক জন উপস্থিত রয়েছেন। ঠিক সেই সময় একটি সাইবেরিয়ান হাস্কিকে নিয়ে উল্টো দিক থেকে হেঁটে আসছিলেন সালোয়ার-কামিজ পরা এক মহিলা। তরুণীকে দেখে আচমকাই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ল পোষা সারমেয়টি। কুকুরটি ঘাড়ে লাফিয়ে পড়তেই টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলেন তরুণী। গলায় দড়ি বাঁধা থাকা সত্ত্বেও কুকুরটি প্রথমে তাঁর ঘাড়ে কামড় বসানোর চেষ্টা করল। তরুণী মাটিতে পড়ে যাওয়ার পরও তাঁর হাতটি কামড়ে ধরে থাকল হাস্কিটি। কুকুরের মালিক গলার রশি ধরে টেনে সরিয়ে আনার চেষ্টা করলেও ব্যর্থ হলেন তিনি। পরে আরও দু’-তিন জন পথচারী কুকুরটিকে লাথি মেরে দূরে সরিয়ে দিতে প্রাণ বাঁচে মহিলার। আহত তরুণীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানা গিয়েছে।

‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে রি-পোস্ট করা সেই ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। ভিডিয়োটি প্রায় তিন লক্ষ বার দেখা হয়েছে এক্স হ্যান্ডলে। ভিডিয়োটি দেখে শিউরে উঠেছেন নেটাগরিকদের অনেকেই। কী কারণে হঠাৎ করে কুকুরটি এমন আক্রমণাত্মক হয়ে উঠল তা নিয়ে চর্চা শুরু হয়েছে নেটমাধ্যমে। অনেকেই তরুণীর অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মন্তব্য বিভাগে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement