Viral Video

হাওয়ায় ছুড়ছেন আপেল, আবার খাচ্ছেনও, চোখধাঁধানো ভিডিয়ো প্রকাশ্যে

আপেল নিয়ে জাগলিং করছেন ব্রায়ান। শুধু তাই নয়, জাগ্‌ল করার পাশাপাশি ওই কম সময়ের মধ্যেই আপেলগুলিতে কামড় বসাচ্ছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৪ ১০:২১
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

জাগলিং করে দর্শকের চোখে ধাঁধা লাগানোই পেশা তরুণের। নানা ধরনের জিনিস হাওয়ায় ছুড়ে তা নিয়ে কারিগরি করেন তিনি। সম্প্রতি আপেল নিয়ে জাগলিং করে সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেন তরুণ (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

তরুণের নাম ব্রায়ান প্যানকে। জাগলিং করেই উপার্জন করেন তিনি। ইনস্টাগ্রামের পাতায় ৬৫ হাজারের বেশি অনুগামী রয়েছে ব্রায়ানের। সেখানে জাগলিংয়ের খেলা দেখিয়ে ভিডিয়ো পোস্ট করেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিয়োয় দেখা যায়, আপেল নিয়ে জাগলিং করছেন ব্রায়ান। শুধু তাই নয়, জাগ্‌ল করার পাশাপাশি ওই কম সময়ের মধ্যেই আপেলগুলিতে কামড় বসাচ্ছেন তিনি। তিনটি আপেল নিয়ে জাগ্‌ল করতে করতে কী ভাবে ব্রায়ান তাতে কামড় বসাচ্ছেন তা দেখে অবাক হয়ে গিয়েছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। এক নেটাগরিকের মন্তব্য, ‘‘একসঙ্গে দু’টি কাজ করার জন্য সত্যিই দক্ষতার প্রয়োজন।’ আবার অন্য এক নেটব্যবহারকারী বলেন, ‘‘আমিও এমন করার চেষ্টা করব।’’

শুধু আপেল নিয়েই নয়, কাঁচা পেঁয়াজ, অ্যাভোকাডো নিয়েও একই রকম কেরামতি দেখিয়ে সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করেছেন ব্রায়ান। আমেরিকার একটি জনপ্রিয় রিয়্যালিটি শোয়েও জাগলিং দেখাতে গিয়েছিল তাঁকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement