viral video

ধাবা থেকে কেনা তন্দুরি ছিঁড়তেই উঁকি দিল মরা টিকটিকির মাথা! ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই সমাজমাধ্যমে

এক ব্যক্তি একটি তন্দুরি রুটির টুকরো ভাঙছেন। রুটির ভিতর থেকে উঁকি মারছে একটি ছোট টিকটিকি। এই ভিডিয়োটি কবে বা কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা নিয়ে কোনও সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৫ ১৮:২৩
Share:

ছবি: সংগৃহীত।

রাস্তার পাশের ধাবা থেকে রুটি অর্ডার করেছিলেন এক ব্যক্তি। রুটি ছিঁড়ে মুখে দেওয়ার আগে তিনি যা চাক্ষুষ করলেন তাতে হাড় হিম হয়ে যাওয়ার জোগাড়। রুটির ভিতর থেকে উঁকি মারছে ঘোলাটে সবুজ রঙের চোখ। সরু ছুঁচলো মুখও। সেই ঘটনা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছেন ক্রেতা। রুটির ভিতরে রয়েছে একটি মরা টিকটিকি। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়ো দেখে হতবাক হয়ে গিয়েছেন নেটাগরিকেরা। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে এক ব্যক্তি একটি তন্দুরি রুটির টুকরো ভাঙছেন। রুটির ভিতর থেকে উঁকি মারছে একটি ছোট টিকটিকি। এই ভিডিয়োটি কবে বা কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা নিয়ে কোনও সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এই দৃশ্য দেখে দর্শকও অবাক হয়ে গিয়েছেন। এই ঘটনা দেখে নেটাগরিকদের অনেকেই মন্তব্য করেছেন, ‘‘ধাবায় তন্দুরি রুটি খাওয়ার আগে দু’বার ভেবে দেখতে হবে। খাবারের সঙ্গে আর কী কী পরিবেশন করা হচ্ছে।’’

ভিডিয়োটি ‘রাপাউট’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর প্রচুর মানুষ সেটি দেখেছেন। ভিডিয়োটি পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যে ১৮ হাজারেরও বেশি নেটাগরিক এতে লাইক দিয়েছেন। খাবারের মধ্যে বিষাক্ত টিকটিকি পাওয়ার ঘটনায় প্রচুর নেটাগরিক তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক জন মজা করে লিখেছেন, ‘‘রুটির সঙ্গে বিনামূল্যে প্রোটিন!’’ রাস্তার ধারের এই খাবারের দোকানগুলির স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। দ্বিতীয় নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এটি জঘন্য! ধাবাগুলিতে খাদ্য নিরাপত্তার কোনও বালাই নেই।’’ খাবারে অস্বাস্থ্যকর জিনিস পাওয়া কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। ২০২৩ সালে, হায়দরাবাদে এক গ্রাহক অ্যাপের মাধ্যমে অর্ডার করা বিরিয়ানিতে একটি মৃত টিকটিকি আবিষ্কার করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement