bizarre

ডিপফেক নিয়ে সতর্ক করতে সাহসী পদক্ষেপ, ভরা পার্লামেন্টে ‘নগ্ন ছবি’ প্রকাশ্যে আনলেন নিউ জ়িল্যান্ডের সাংসদ!

ডিপফেকের বিপদ সম্পর্কে বলতে গিয়ে ম্যাকক্লুর জানান, যাঁরা এই ধরনের পরিস্থিতিতে পড়েছেন তাঁরাই জানেন কতটা অবমাননাকর এটি। ভুক্তভোগীদের কথা চিন্তা করেই তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে নিজের ভুয়ো নগ্ন ছবি তুলে ধরতে বাধ্য হলেন বলে জানিয়েছেন ম্যাকক্লু।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৫ ১৬:৫২
Share:

ছবি: সংগৃহীত।

ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে ছবির কারচুপি চলছে। সে সম্পর্কে সতর্ক করতে গিয়ে নিজেরই একটি ভুয়ো নগ্ন ছবি প্রকাশ্যে আনলেন নিউ জ়িল্যান্ডের সাংসদ লরা ম্যাকক্লু। তাঁর এই সাহসী পদক্ষেপ দেখে আশ্চর্য হয়েছে গোটা দুনিয়া। গত মাসে নিউ জ়িল্যান্ডের পার্লামেন্টে দাঁড়িয়ে নগ্ন ছবি হাতে ধরে ডিপফেক প্রযুক্তির ক্রমবর্ধমান সমস্যা নিয়ে আলোচনা চালান তিনি। ছবিটি প্রকাশ করার সময়, লরা জানিয়েছিলেন যে, অনলাইনে এই জাল ছবিটি তৈরি করতে তাঁর পাঁচ মিনিটেরও কম সময় লেগেছে। ১৪ মে পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘‘এই ছবিটি আমার একটি নগ্ন ছবি। কিন্তু এটি নকল, ডিপফেক প্রযুক্তি দিয়ে তৈরি।’’

Advertisement

ডিপফেকের বিপদ সম্পর্কে বলতে গিয়ে ম্যাকক্লু জানান, যাঁরা এই ধরনের পরিস্থিতিতে পড়েছেন তাঁরাই জানেন কতটা অবমাননাকর এটি। ভুক্তভোগীদের কথা চিন্তা করেই তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে নিজের ভুয়ো ছবি তুলে ধরতে বাধ্য হলেন বলে জানিয়েছেন ম্যাকক্লু। সাংসদ সম্প্রতি তাঁর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘‘আজ পার্লামেন্টে আমি নিজের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভুয়ো নগ্ন ডিপফেক দেখিয়েছি। আমি বোঝাতে চেয়েছি যে এগুলি তৈরি করা কতটা সহজ। ছবিগুলি কতটা নিখুঁত ভাবে তৈরি করা সম্ভব।’’

সাংসদ জানিয়েছেন, প্রযুক্তি নিয়ে তাঁর কোনও সমস্যা নেই। তাঁর প্রতিবাদ কেবলমাত্র এর অপব্যবহার নিয়ে। তিনি তাঁর দেশের বর্তমান আইন সংশোধনের দাবি তুলেছেন। এমন আইন যেখানে সম্মতি ছাড়া নগ্ন ছবি প্রকাশ করা অবৈধ তা নিশ্চিত করা সম্ভব হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement