Viral Video

জলমগ্ন রাস্তার নর্দমায় পড়ে ভেসে গেল ‘কষ্টার্জিত সম্পদ’! রাস্তাতেই হুলস্থুল কাণ্ড তরুণের, ভিডিয়ো প্রকাশ্যে

রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দুর্ঘটনাক্রমে জলে ভরা রাস্তার খোলা নর্দমায় পড়ে যায় এক তরুণের দামি একটি জিনিস। হাঁটুজলে নেমে সেটি আতিপাতি করে খুঁজতে শুরু করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৫ ১১:৪৮
Share:

ছবি: সংগৃহীত।

তিল তিল করে টাকা জমিয়ে নতুন মোবাইল কিনেছিলেন তরুণ। জলে জমা রাস্তায় দাঁড়িয়ে ফোন ব্যবহার করতে গিয়ে ঘটে গেল দুর্ঘটনা। অসাবধানতাবশত মোবাইলটি হাত থেকে ছিটকে পড়ে রাস্তার খোলা নর্দমায় পড়ে যায়। ঘটনাটি রাজস্থানের জয়পুরের। বৃষ্টির কারণে সেখানে বেশির ভাগ রাস্তাতেই জল জমে রয়েছে। ফোনটি খুঁজে না-পেয়ে তিনি রাস্তার মাঝখানে দাঁড়িয়েই এমন কাণ্ড বাধালেন যা দেখে থ হয়ে গেলেন পথচলতি জনতা। সেই দৃশ্যেরই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, তরুণের ফোনটি রাস্তায় পড়ে গিয়েছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দুর্ঘটনাক্রমে জলে ভরা রাস্তার খোলা নর্দমায় পড়ে যায় সেটি। ফোনটি খুঁজে না-পেয়ে তিনি রাস্তার মাঝখানেই হাপুস নয়নে কাঁদতে শুরু করলেন। হাঁটুজলে নেমে ফোনটি আতিপাতি করে খুঁজতে শুরু করলেন তরুণ। খোঁজাই সার, ফোনের কোনও হদিস পাননি তিনি। এক পর্যায়ে তিনি জমা জলের মধ্যেই হাঁটু গেড়ে বসে জলে হাত ডুবিয়ে ফোন খুঁজতে শুরু করেন। তাঁকে দেখে পথচলতি জনতা ও গাড়িচালকেরা উৎসুক হয়ে তাকিয়ে থাকেন।

‘ঘর কা কলেশ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। পাঁচ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে এটি। প্রচুর প্রতিক্রিয়া জমা পড়েছে পোস্টে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘তরুণকে দেখে খুবই খারাপ লাগছে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘মানুষের জীবনে ফোনের গুরুত্ব এতটাই যে তা হারিয়ে গেলে মনে হয় ‘হার্ট অ্যাটাক’ হয়ে যাবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement