viral video

বাতিল টিকিট নিয়ে এসি কামরায় ভ্রমণ, টিকিট পরীক্ষকের সঙ্গে তর্কাতর্কি! কী ঘটল তার পর

এক যাত্রী টিকিট না কেটেই এসি কামরায় ভ্রমণ করছিলেন বলে অভিযোগ। টিকিট পরীক্ষক যাত্রীর টিকিট না থাকার অজুহাত শুনে থ। রীতিমতো বাগ্‌যুদ্ধ শুরু হল দু’পক্ষের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৫ ১৫:১৩
Share:

ছবি: সংগৃহীত।

টিকিট না কেটেই ট্রেন ভ্রমণ করতে গিয়ে টিকিট পরীক্ষককে অদ্ভুত যুক্তি দিলেন এক যাত্রী। টিকিট কাটা সত্ত্বেও রেলের পক্ষ থেকে তাঁর টিকিট বাতিল করে দেওয়া হয়েছে বলে বললেন ওই যাত্রী। তাই টিকিট না কেটেই তিনি এসি কামরায় ভ্রমণ করছিলেন বলে অভিযোগ। টিকিট পরীক্ষক যাত্রীর টিকিট না থাকার অজুহাত শুনে থ। রীতিমতো বাগ্‌যুদ্ধ শুরু হল দু’পক্ষের। সেই ঘটনারই ভিডিয়ো প্রকাশ্যে এসেছ সমাজমাধ্যমে। ভিডিয়োটি ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে রেলে শীততাপ নিয়ন্ত্রিত কামরার বার্থে বসে থাকা এক জন যাত্রীর কাছে টিকিট পরীক্ষক টিকিট চাইতেই তিনি বলেন যে, তিনি একটি কাউন্টার টিকিট কিনেছিলেন। সেটি রেলওয়ে স্বয়ংক্রিয় ভাবে বাতিল করে দিয়েছে। তার জবাবে টিটিই বলেন যে, তিনিই টিকিট বাতিল করেছেন এবং টাকা ফেরত নিয়েছেন। যখন এক জন টিকিটবিহীন যাত্রী টিকিট বাতিলের বিষয়ে টিকিট পরীক্ষকের সঙ্গে তর্ক জুড়ে দেন। তখন তিনি বলেন, ‘‘টিকিটটি কি তোমার না আমার?’’

যার জবাবে টিকিটবিহীন যাত্রী বলেন, ‘এটা আমার।’ এর পরই টিকিট পরীক্ষক রেগে যান এবং তাঁকে অবিলম্বে বার্থ থেকে নেমে চলে যাওয়ার নির্দেশ দেন। প্রায় ৩৫ সেকেন্ডের ভিডিয়োটি এখানেই শেষ হয়ে যায়। ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়ো প্রকাশ হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ১ লক্ষ ৮০ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। এবং ১ হাজারেরও বেশি সমাজমাধ্যম ব্যবহারকারী লাইক করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement