viral video

কুচকুচে কালো শরীর মাথায় বিশাল শিং, অদ্ভুত প্রাণী দেখে চমকাল সমাজমাধ্যম, রইল ভিডিয়ো

ভিডিয়োয় দেখা গিয়েছে জঙ্গলের মধ্যে তুলনামূলক ফাঁকা জায়গায় দাঁড়িয়ে মাথা উঁচু করে গাছের পাতা খাচ্ছে অদ্ভুতদর্শন প্রাণীটি। মাথায় বিশাল শিং।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০০
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

কালো বাঘ, কালো চিতার পর দেখা মিলল বিরল কালো হরিণের। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গিয়েছে একটি কালো কুচকুচে একটি হরিণকে। হরিণের গায়ের সাধারণত বাদামি ও সাদার ছোপ দেখতে পাওয়া যায়। ভিডিয়োয় যে হরিণটিকে দেখা গিয়েছে তার গায়ে সাদা বা বাদামি রঙের কোনও অস্তিত্বই নেই। গোটা গা কালো রোমে ঢাকা। একটি জঙ্গলের মধ্যে ভিডিয়োটি তোলা হলেও তার অবস্থান সম্পর্কে স্পষ্ট করে কিছু জানা যায়নি। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

নেচার ইজ় অ্যামেজ়িং নামের একটি এক্স হ্যান্ডল থেকে প্রকাশিত হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে জঙ্গলের মধ্যে তুলনামূলক ফাঁকা জায়গায় দাঁড়িয়ে মাথা উঁচু করে গাছের পাতা খাচ্ছে অদ্ভুতদর্শন প্রাণীটি। মাথায় বিশাল শিং। ভিডিয়োটি পোস্ট করার সময় লেখা হয়েছে ‘‘অতি বিরল একটি প্রাণীটির দর্শন মেলে ৮ লাখে একটি।’’ এই কালো হরিণ কোনও হরিণের বিশেষ প্রজাতির নয়। এটি একটি জিনগত ত্রুটি। ‘মেলানিস্টিক ডিয়ার’ বলে ডাকা হয় এদের। মেলানোকোর্টিন ১ নামের একটি রিসেপ্টর জিনকে এই মিউটেশনের কারণ বলে ধরা হয়। সাধারণত আমেরিকার কয়েকটি অংশে দেখা মেলে এদের।

ভিডিয়োটি ৩১ জানুয়ারি পোস্ট করার সঙ্গে সঙ্গে ১০ লক্ষ বারের বেশি দেখা হয়েছে এটি। বেশির ভাগ দর্শকই এই ভিডিয়ো দেখে বিস্ময় প্রকাশ করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement