viral video

পাথরের নীচে লুকিয়ে চিতার মতো শিকার ধরল কচ্ছপ! এক কামড়েই সাপকে খেল ‘ভোজনরসিক’ কূর্ম

সাপটিকে চোখের পলকে খপ করে মুখে কামড়ে ধরে আবার পাথরের নীচে চলে গেল একটি কচ্ছপ। কচ্ছপদের খুব ধীর গতির প্রাণী বলা হয়ে থাকে। কিন্তু এই কচ্ছপের শিকারের গতি দেখে তাজ্জব হয়েছেন নেটাগরিকেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ১২:৩৯
Share:

ছবি: সংগৃহীত।

সাধারণত আমরা কচ্ছপ নিরামিষভোজী বলেই জানি। ফল, ঘাস, পাতা, সব্জি ইত্যাদি খায় তারা। অনেক কচ্ছপ পোকামাকড় খেতেও পছন্দ করে। সমাজমাধ্যমের ভিডিয়োয় দেখা গিয়েছে একটি কাঁকড়াকেও গপ করে গিলে খেয়েছে একটি কচ্ছপ। তা বলে সাপের মতো ভয়ঙ্কর প্রাণীও কচ্ছপের গ্রাস থেকে নিস্তার পেল না! সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ক্রমশ ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে নদীর তীরে একটি সাপকে ধরে নিমেষে মুখে চালান করে দিল একটি কচ্ছপ। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গেল নদীর পাথরের আড়ালে লুকিয়ে আছে একটি কচ্ছপ। সেই জলে ভেসে আসতে দেখা গেল একটি সাপকে। কচ্ছপটি সাপটিকে দেখতে পেয়ে সুযোগের অপেক্ষায় বসে রইল। কয়েক সেকেন্ড পরেই কচ্ছপটি পাথর খাঁজ থেকে বেরিয়ে এল। সাপটিকে চোখের পলকে খপ করে মুখে কামড়ে ধরে আবার পাথরের নীচে চলে গেল। কচ্ছপদের খুব ধীর গতির প্রাণী বলা হয়ে থাকে। কিন্তু এই কচ্ছপের শিকারের গতি দেখে তাজ্জব হয়েছেন নেটাগরিকেরা। ‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে এই ভিডিয়োটি। ভিডিয়োটি এ পর্যন্ত ৯০ লক্ষ বার দেখা হয়েছে।

ভিডিয়োর মন্তব্য বিভাগে জমা হয়েছে নানা মন্তব্য। বেশির ভাগ দর্শকই কচ্ছপের খাদ্যাভ্যাস নিয়ে প্রশ্ন তুলেছেন। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘আমি ভেবেছিলাম কচ্ছপ নিরামিষভোজী এবং কেবল গাছপালা খায়।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এই কচ্ছপটি চিতাবাঘের মতো ক্ষিপ্রগতিতে শিকার করল।’’ অনলাইনে প্রাপ্ত তথ্য বলছে, বেশির ভাগ কচ্ছপ নিরামিষভোজী। কিন্তু কিছু প্রজাতির কচ্ছপ সাপ খায়। যেমন স্ন্যাপিং টার্টল। এই প্রজাতির কচ্ছপ আক্রমণাত্মক। এরা মাছ, ব্যাঙ এবং ছোট সাপের মতো প্রাণীদের শিকার করে। ভিডিয়োয় দেখা কচ্ছপটি সেই প্রজাতির কি না তা জানা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement