viral video

ঢালু রাস্তায় গড়িয়ে এসে সজোরে স্কুটারে ধাক্কা! তরুণীর মাথা ঘেঁষে বেরিয়ে গেল ট্রাক, বরাতজোরে রক্ষা

ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ঠিক পিছনেই থাকা একটি স্কুটারে। চাকার ধাক্কায় স্কুটারটিকে ঘষটাতে ঘষটাতে পিছিয়ে নিয়ে যায় ট্রাকটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৫ ১২:৫৫
Share:

ছবি: সংগৃহীত।

অলৌকিক ভাবে ভয়াবহ দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচলেন এক তরুণী। ভাগ্যের জোরে সাক্ষাৎ মৃত্যুকে এড়িয়ে যেতে পারলেন তিনি। ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে গড়িয়ে আসতে থাকে। সেই ট্রাকের পিছনে স্কুটার নিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন তরুণী। পিছিয়ে এসে ধাক্কা মারে তরুণীর স্কুটারে। চাকার ধাক্কায় স্কুটারটিকে ঘষটাতে ঘষটাতে পিছিয়ে নিয়ে যায় ট্রাকটি। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে দুর্ঘটনাটি। কেরলের কোঝিকোড় মেডিক্যাল কলেজের কাছে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। সমাজমাধ্যমেও ছড়িয়ে পড়েছে দুর্ঘটনার ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে, ইটবোঝাই একটি ট্রাক রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করেই থমকে দাঁড়িয়ে পড়ল। ট্রাকটির ঠিক পিছন পিছন স্কুটার নিয়ে যাচ্ছিলেন তরুণী। ট্রাকটি থামতেই তিনিও ঠিক সেটির পিছনেই দাঁড়িয়ে পড়লেন। ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে গড়িয়ে পড়তে শুরু করল। ট্রাকটি পিছিয়ে এসে স্কুটারসমেত তরুণীকে প্রবল জোরে ধাক্কা মারল। ধাক্কায় তরুণী ছিটকে পড়ে গেলেন। তাঁর বাহনটিকে ঘষটাতে ঘষটাতে পিছিয়ে নিয়ে যেতে থাকল ট্রাকটি। রাস্তার পাশের একটি গাছে ধাক্কা খেয়ে ট্রাকটি থেমে গেল। তরুণী যখন রাস্তায় পড়ে গেলেন, তাঁর মাথা ঘেঁষে বেরিয়ে গেল ট্রাকটি। বিকট শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তরুণীকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তরুণী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ট্রাকটির ব্রেকে ত্রুটি থাকায় এই ঘটনা ঘটেছে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement