viral video

জুতো উদ্ধার করতে গিয়ে পা পিছলে নদীতে, প্রবল স্রোতে মুহূর্তে তলিয়ে মৃত্যু তরুণের, ভয় ধরানো ভিডিয়ো প্রকাশ্যে

শনিবার মধ্যপ্রদেশের আদেগাঁও থানা এলাকার জনপ্রিয় পর্যটনকেন্দ্র পারেওয়া খোহতে এই দুর্ঘটনাটি ঘটে। বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়ে জলে ডুবে মারা যান ২০ বছর বয়সি তরুণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৫ ১১:৪৪
Share:

ছবি: সংগৃহীত।

জলে পড়ে গিয়েছে জুতো। সেই জুতো উদ্ধার করতে গিয়ে প্রবল স্রোতে তলিয়ে জলে ডুবে মারা গেলেন ২০ বছর বয়সি তরুণ। বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়ে বাড়ি ফেরা হল না আয়ুষ যাদব নামের ওই তরুণের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিওনিতে। ভারসাম্য হারিয়ে নদীর স্রোতে পড়ে যাওয়ার মুহূর্তের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভিডিয়ো দেখে শিউরে উঠেছে সমাজমাধ্যম। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ঘটনাটি ঘটেছে শনিবার, আদেগাঁও থানা এলাকার জনপ্রিয় পর্যটনকেন্দ্র পারেওয়া খোহতে। ‘খবরওয়ালা’ নামের এক সংবাদিকের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, আয়ুশ একটি লম্বা লাঠি দিয়ে নদীর পারে দাঁড়িয়ে জল থেকে জুতো তুলে নেওয়ার চেষ্টা করছেন। তীব্র স্রোত থাকায় জুতোটি ভেসে যেতে থাকে। স্রোতের কাছে পৌঁছোনোর জন্য ঝুঁকতেই পা পিছলে যায় তাঁর। ভারসাম্য হারিয়ে ফেলে নদীতে পড়ে যান আয়ুষ। সেখানে ধরার মতো কিছু না থাকায় নদীর স্রোতে মুহূর্তে তলিয়ে যান তরুণ। সেই ভয়াবহ ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, আয়ুষ লখনদনের ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পাঁচ বন্ধুর সঙ্গে পিকনিকের জন্য পারেওয়া খোহতে গিয়েছিলেন তিনি। আয়ুষকে ভেসে যেতে দেখে বন্ধুরা তড়িঘড়ি প্রশাসনকে খবর দেন। রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর একটি দল তল্লাশি অভিযান শুরু করে। রবিবার তরুণের দেহ উদ্ধার করেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement