ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করেছে। কিন্তু সেই বৃষ্টিতে মাথার উপর ছাদের সন্ধান করছে হাতির ছানা। বরং খোলা আকাশের নীচে এসে দাঁড়িয়ে পড়ল সে। বৃষ্টিতে ভিজে আহ্লাদে আটখানা হয়ে পড়েছে হস্তীশাবক। আনন্দে মাথা দুলিয়ে নাচ করতে শুরু করে দিল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘নাম্মা__ধর্মস্থল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি হস্তীশাবক মনের আনন্দে নাচ করে যাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে যেন, সুখের বন্যা বয়ে যাচ্ছে। আসলে, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে দেখে মাথার উপরের ছাদকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে বাইরে বেরিয়ে এসেছে হাতির শাবক।
বৃষ্টিতে ভিজে তার মন ফুরফুরে হয়ে গিয়েছে। সেই আনন্দ ধরে রাখতে না পেরে জোরে জোরে মাথা দোলাতে শুরু করল সে। একই ছন্দে শুঁড় এবং কানও নাড়াতে শুরু করল হাতির ছানাটি। হাতির নাচের এই ভিডিয়োটি দেখে হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘বৃষ্টিতে ভিজে তো মন একেবারে আহ্লাদে আটখানা হয়ে গিয়েছে! নাচ আর থামছেই না হস্তীশাবকের।’’