ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
মাথার সামনে এত লম্বা জিনিস! তা নিয়ে করে কী! শুঁড়ের কার্যকারিতা বুঝতে না পেরে নাজেহাল হয়ে উঠল হাতির ছানা। রেগেমেগে মাথা দোলাতে শুরু করল সে। জোরে জোরে মাথা দুলিয়ে এমন হাবভাব করল যে, শুঁড়টি যেন তার মুখ থেকে খসে পড়ে যাবে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ওয়াইল্ডলাইফ.রিপোর্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি হাতির ছানা খাঁচার মধ্যে তার মায়ের পাশে দাঁড়িয়ে রয়েছে। সামনের একটি পা তুলে তা শুঁড় দিয়ে ঝাড়তে শুরু করল সে। তার পর একটি পা নামিয়ে অন্য পা উপরে তুলে ফেলল হস্তীশাবক।
শুঁড় দিয়ে সেই পায়ের সামনে বোলাতে শুরু করল সে। তার পর শুঁড় নাড়াতে নাড়াতে বিরক্ত হয়ে পড়ল। ঘাড় নাড়িয়ে, মাথা জোরে জোরে দুলিয়ে শুঁড়টি গোল গোল করে ঘোরাতে শুরু করল হাতির শাবক। শুঁড়টি যে আদতে কী কাজে লাগে, তা-ই বুঝে উঠতে পারল না হাতির ছানা। এত জোরে নাড়ানোর পরেও খসে পড়ল না দেখে শুঁড়টি মুখে ভরে ফেলল সে। হাতির ছানার কাণ্ড দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বেচারা শুঁড় নিয়ে খুব বিরক্ত হয়ে পড়েছে।’’