ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ছোট্ট ছোট্ট পায়ে হাঁটাচলা করে বেড়ায়, আবার ডানা মেলে উড়তেও পারে! খেলার এমন নতুন সঙ্গী পেয়ে মন ভারি খুশি হাতির ছানার। তাই একটি পাখিকে তাড়া করে জঙ্গলময় দৌড়ে বেড়াচ্ছে সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘এলিফ্যান্টরেসকিউয়ার্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি হস্তীশাবক শুঁড় তুলে, কান দুলিয়ে জঙ্গলময় ছুটে বেড়াচ্ছে। আসলে, তার মুখের সামনে একটি পাখি উড়ে বেড়াচ্ছে। ছোট্ট পাখিটিকে দেখে বেজায় খুশি হাতির ছানাটি।
তাই আনন্দ আর ধরে রাখতে না পেরে পাখিটির পিছনেই তাড়া করে বেড়াচ্ছে সে। পাখিটিও থামছে না। সে-ও নিজের মতো জঙ্গল জুড়ে উড়ে বেড়াচ্ছে। ভিডিয়োটি দেখে তা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। এক জন নেটাগরিক পাখির পিছনে হাতির তাড়া করার ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘হাতির ছানাটি আরও একটি ছোট্ট খেলার সাথী পেয়ে গিয়েছে। তাই আনন্দে দৌড়ে বেড়াচ্ছে পাখিটির পিছনে।’’ আবার এক জন লিখেছেন, ‘‘পাখিটিও কিন্তু হাতির সঙ্গে খেলা করে বেশ মজা পাচ্ছে।’’