Viral Video

‘ভালুক হইতে সাবধান’! বোর্ডে সতর্কবার্তা দেখে নিজেই ফিরে গেল হতাশ ভালুক, মজার ভিডিয়ো ভাইরাল

হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তার ধারে একটি সাইনবোর্ড নজরে পড়ল একটি ভালুকের। সেই সাইনবোর্ডে নিজের ছবি দেখতে পেয়ে চমকে গেল সে। সঙ্গে সঙ্গে সেখানে দাঁড়িয়ে পড়ল। মনোযোগ সহকারে সাইনবোর্ডটি দেখতে শুরু করল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ১১:৩৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জঙ্গল থেকে পাথুরে রাস্তা ধরে ধীরে ধীরে লোকালয়ের দিকে এগিয়ে যাচ্ছিল একটি বিশাল ভালুক। হঠাৎ তার নজরে পড়ল একটি সাইনবোর্ড। সেখানে যে লাগানো রয়েছে তারই ছবি! বোর্ডের উপর বড় বড় করে লেখা রয়েছে, ‘ভালুক হইতে সাবধান’। এই সতর্কবাণী দেখেই যেন ভারী মনখারাপ হল ভালুকের। সামনের পথ ধরে আর এগোল না সে। মুখ ঘুরিয়ে আবার জঙ্গলের দিকে ফিরে গেল ভালুকটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘বিয়ার্স._.ভাইব্‌স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ভালুক জঙ্গল থেকে বেরিয়ে পাথুরে রাস্তা ধরে হেঁটে এগিয়ে যাচ্ছে। সেই পথ ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তার ধারে একটি সাইনবোর্ড নজরে পড়ল তার।

সেই সাইনবোর্ডে নিজের ছবি দেখতে পেয়ে চমকে গেল ভালুকটি। সঙ্গে সঙ্গে সেখান‌ে দাঁড়িয়ে পড়ল সে। মনোযোগ সহকারে সাইনবোর্ডটি দেখতে শুরু করল সে। বোর্ডের উপর বড় বড় হরফে লেখা রয়েছে, ‘ভালুক হইতে সাবধান’। স্থানীয়দের সতর্ক করতেই এই বার্তা লেখা রয়েছে বোর্ডে। তা দেখেই মনে হয় মনখারাপ হয়ে গেল ভালুকটির। আর সেই পথে এগোল না ভালুকটি। বরং মুখ ঘুরিয়ে আবার জঙ্গলের দিকে হাঁটা শুরু করল সে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement