ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
দীর্ঘকাল ধরে হাঁপানির সমস্যায় (অ্যাজ়মা) ভুগছে পোষ্য কুকুরছানা। সময় মেনে ওষুধও নিতে হয় তাকে। কিন্তু ওষুধে কোনও মানা নেই কুকুরছানার। বরং তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার জন্য নিজে নিজেই ওষুধ নেয় সে। সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘আর/অ’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক জন তরুণ তাঁর পোষ্য কুকুরছানাকে কোলে নিয়ে বাথরুমে দাঁড়িয়ে রয়েছেন। কুকুরের মুখে নেব্যুলাইজ়ার মাস্ক পরানো। কুকুরটি সামনের দুই পা তুলে মাস্কটি ধরে রয়েছে। গোল গোল চোখ করে সামনের দিকে তাকিয়ে রয়েছে সে। তার মধ্যে চঞ্চলতার কোনও চিহ্নমাত্র নেই।
ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, ওই পোষ্যটির হাঁপানির সমস্যা রয়েছে। সময় মেনে ওষুধ নিতে হয় তাকে। মাস্ক পরে সেই ওষুধই নিচ্ছিল কুকুরটি। কুকুরছানাকে কোলে নিয়ে, বুকের কাছে আগলে রেখেছিলেন তার মালিক। কুকুরছানাটিও মন দিয়ে ওষুধ নিচ্ছিল। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ তা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। কুকুরছানাটির দ্রুত সুস্থতার কামনাও করেছেন অনেকে।