Viral Video

‘এক্সকিউজ় মি’, ভিড় রাস্তায় ইংরেজি বলে বিপাকে মহিলা, মারধর করা হল চুলের মুঠি ধরে, ভাইরাল ভিডিয়ো

ঘটনার যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে, এক মহিলার চুলের মুঠি ধরে তাঁকে মারধর করছেন কয়েক জন মহিলা। মার খেতে খেতে কাকুতিমিনতি করছেন তিনি। ছেড়ে দেওয়ার অনুরোধ করছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ১৭:২৪
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

রাস্তা থেকে সরে যেতে বলেছিলেন ইংরেজিতে। আর তার জেরেই প্রকাশ্যে মার খেতে হল এক মহিলাকে! চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ডোম্বিভলিতে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডোম্বিভলির একটি সরু রাস্তা দিয়ে হাঁটছিলেন এক মহিলা। জনাকীর্ণ এলাকা দিয়ে তাড়াহুড়ো করে যাওয়ার সময় কয়েক জনকে ‘এক্সকিউজ় মি’ বলে এগিয়ে যেতে থাকেন তিনি। আপাতদৃষ্টিতে বাক্যাংশটি নিয়ে কোনও সমস্যা তৈরি হওয়ার কথা নয়। কিন্তু মহিলার ইংরেজিতে কথা বলা পছন্দ হয়নি ওই রাস্তায় থাকা কয়েক জন মানুষের। কটাক্ষও করেন তাঁরা। এই নিয়ে ওই মহিলা আপত্তি জানালে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। মহিলাকে মারধর করতে থাকেন তাঁরা।

প্রত্যক্ষদর্শীদের মতে, আক্রমণকারীরা, যাঁদের স্থানীয় বাসিন্দা বলে মনে হচ্ছিল, ওই মহিলাকে নির্মম ভাবে মারধর করতে শুরু করেন। তাঁর চুল টেনে ধরে কিল-চড়-লাথি মারা হয়। পথচলতি কয়েক জন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ। সেই ঘটনার ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি পুলিশেরও দৃষ্টি আকর্ষণ করেছে। মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করেছে পুলিশ। পুলিশের এক ঊর্ধ্বতন কর্তা বলেছেন, ‘‘আমরা সন্দেহভাজনদের চিহ্নিত করেছি এবং গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। নাগরিক সমাজে এই ধরনের আচরণ সহ্য করা হবে না।’’ দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে প্রশাসন।

Advertisement

ওই ঘটনার যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে, এক মহিলার চুলের মুঠি ধরে তাঁকে মারধর করছেন কয়েক জন মহিলা। মার খেতে খেতে কাকুতিমিনতি করছেন তিনি। ছেড়ে দেওয়ার অনুরোধ করছেন। কিন্তু তার পরেও চলছে মার। ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘ঘর কে কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। অনেকে ক্ষোভপ্রকাশ করে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা এবং জননিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকে প্রশ্ন তুলেছেন নারীদের নিরাপত্তা নিয়েও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement