Viral Video

বাইক থামিয়ে চুলোচুলি যুগলের, মারপিট রাস্তায় শুয়ে! ‘যুদ্ধ’ থামাতে তেড়ে এল জনগণ, তার পর...

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রেমিকার সঙ্গে যাওয়ার সময় হঠাৎই রাস্তার ধারে বাইক দাঁড় করান এক যুবক। প্রেমিকার সঙ্গে কোনও একটি বিষয়ে বাগ্‌বিতণ্ডা শুরু হয় তাঁর। তর্কাতর্কি গড়ায় হাতাহাতিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১০:১৯
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

বাইক থামিয়ে রাস্তার মধ্যে ধুন্ধুমার যুগলের। একে অপরকে কিল-চড়। রাস্তায় শুয়ে একে অপরের চুলের মুঠি ধরে মারপিট। তবে মারপিট বেশি ক্ষণ স্থায়ী হল না। রণে ভঙ্গ দিতে হল স্থানীয়দের জন্য। জনগণ রে-রে করে ওই যুগলের দিকে তেড়ে আসতেই মারপিট থামিয়ে বাইকে চেপে পালিয়ে গেলেন তাঁরা। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি (তবে সেই ঘটনার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রেমিকার সঙ্গে যাওয়ার সময় হঠাৎই রাস্তার ধারে বাইক দাঁড় করান এক যুবক। প্রেমিকার সঙ্গে কোনও একটি বিষয়ে বাগ্‌বিতণ্ডা শুরু হয় তাঁর। তর্কাতর্কি গড়ায় হাতাহাতিতে। প্রেমিকার পিঠে বেশ কয়েকটি কিল মারেন ওই যুবক। চড়ও মারেন। তাঁর প্রেমিকাও ছেড়ে কথা বলার পাত্রী নন। পাল্টা তিনিও চড় কষান ওই যুবকের গালে। এর পরে রীতিমতো ‘যুদ্ধ’ শুরু হয় তাঁদের মধ্যে। মাটিতে শুয়ে চুলের মুঠি ধরে মারপিট করতে থাকেন তাঁরা। ওই দৃশ্য দেখে থমকে দাঁড়ান পথচলতি মানুষ। স্থানীয়েরাও দৌড়ে আসেন। রাস্তার ধারে এ ভাবে মারপিট করার জন্য তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান। কেউ কেউ মারতেও উদ্যত হন। বেগতিক দেখে মারপিট থামিয়ে বাইকে চড়ে এলাকা ছেড়ে চম্পট দেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

‘ঘর কে কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই হইচই পড়েছে। অনেক বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। মজার মজার মন্তব্যও করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘রাস্তায় এ ভাবে মারপিট করা অসভ্যতা। জনগণের উচিত ছিল যুগলকে উচিত শিক্ষা দেওয়া।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এখনকার দিনের যুগলের এই সমস্যা। রাস্তার ধারে ঝগড়া করবে, লড়াই করবে, মারপিট করবে, তবু একসঙ্গে থাকবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement