Viral Video

হর্ন বাজানোয় ঝামেলা! ব্যস্ত রাস্তায় ‘যুদ্ধে’ পেশির জোর দেখাল দুই দল, ভাইরাল ‘রণক্ষেত্রের’ ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুণের ভবানী পেঠ এলাকায় নাগাড়ে হর্ন বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। শীঘ্রই একে অপরকে মারতে উদ্যত হন তাঁরা। মারামারি শুরু করেন রাস্তা জুড়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১০:২৪
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

কানের কাছে নাগাড়ে হর্ন বাজানোয় বিরক্ত হয়ে এক বাইকচালকের সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছিলেন এক পথচারী। অচিরেই তা পরিণত হল যুদ্ধে। লড়াই শুরু হল দু’জনের সমর্থনে থাকা দু’টি দলের মধ্যে। রণক্ষেত্রের চেহারা নিল পুণের ব্যস্ত রাস্তা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে পুণের ভবানী পেঠ এলাকায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুণের ভবানী পেঠ এলাকায় জোরে হর্ন বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। শীঘ্রই একে অপরকে মারতে উদ্যত হন তাঁরা। মারামারি শুরু করেন রাস্তা জুড়ে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তার মধ্যে মারামারি করছে দুই দল। চলছে এলোপাথাড়ি কিল-চড়-লাথি-ঘুষি। তাঁদের মধ্যে প্রৌঢ় এবং বৃদ্ধেরাও রয়েছেন। এক তরুণীকেও চিৎকার করে বিষয়টি ক্যামেরাবন্দি করতে দেখা যায়। তাঁর দিকেও ধেয়ে আসে ইট। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। সমাজমাধ্যমে আলোড়ন ফেলেছে ভিডিয়োটি। সেই ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। জনসাধারণের অসহিষ্ণুতা এবং আগ্রাসনেরও নিন্দা করেছেন কেউ কেউ। তবে পুলিশ বিষয়টি নিয়ে কোনও পদক্ষেপ করেছে কি না তা এখনও জানা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement