Viral Video

বেরিয়ে এল আগুন, মঞ্চে গান গাইতে গাইতে জ্বলে উঠল গায়কের মুখ! তার পর… ভাইরাল ভয়ঙ্কর ভিডিয়ো

ভরা মঞ্চে গান করার সময় এক গায়কের মুখে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে সেই আগুন নেভাতে ছুটে যান এক তরুণ। গায়কের মুখে এক বালতি জল ঢেলে দেন তিনি। কয়েক সেকেন্ডের মধ্যে এই ঘটনাটি ঘটে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ১২:০৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

এক হাতে মাইক এবং অন্য হাতে পানীয়ের ক্যান। ঠান্ডা পানীয়ে গলা ভিজিয়ে সবেমাত্র মঞ্চে সেই ক্যানটি রাখতে যাবেন, ঠিক তখনই ঘটল বিপদ। মঞ্চের ধারে রাখা ছিল ফ্লেমিং মেশিন। পারফরম্যান্স চলাকালীন ওই মেশিন থেকে আগুন বেরিয়ে আসে। গায়কের মুখে, টুপিতে আগুন ধরে যায়। হাত দিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করছিলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘রেনাতোসের্তানেজেইরো’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ভরা মঞ্চে গান করার সময় এক গায়কের মুখে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে সেই আগুন নেভাতে ছুটে যান এক তরুণ। এক বালতি জল দিয়ে গায়কের মুখে ঢেলে দেন তিনি। কয়েক সেকেন্ডের মধ্যে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গত শনিবার মধ্যরাতে ব্রাজ়িলের সাও পলো শহরের একটি স্টেডিয়ামে কনসার্ট ছিল লিও এবং রাফেল নামে দুই পপ তারকার।

মঞ্চে গান গাওয়ার সময় ঠান্ডা পানীয় খাচ্ছিলেন লিও। গলা ভেজানোর পর পানীয়ের ক্যানটি মঞ্চে রাখতে যান তিনি। ঠিক তখনই দুর্ঘটনার শিকার হন লিও। মঞ্চের ধারে রাখা ছিল ফ্লেমিং মেশিন। পারফরম্যান্স চলাকালীন সেই মেশিন থেকে আগুনের ফুলকি বার হওয়ার কথা ছিল। গায়কের দাবি, মেশিনগুলি কাজ করছে না বলে আয়োজকদের কাছে নালিশ জানিয়েছিলেন তিনি।

Advertisement

বহু ক্ষণ সেখান থেকে আগুন বার হচ্ছিল না। পরে সেই মেশিন নাকি বদলানোও হয়। লিও মেশিনের কাছে যেতেই হঠাৎ করে সেখান থেকে আগুন বেরিয়ে গায়কের মুখে লেগে যায়। বিপদ বুঝে সঙ্গে সঙ্গে এক বালতি জল নিয়ে মঞ্চে ছুটে যান এক তরুণ। জানা গিয়েছে, বড় কোনও বিপদ হয়নি গায়কের। মুখ, নাকের চামড়া সামান্য উঠেছে তাঁর। গায়ক জানান, এই ঘটনার পর তিনি আরও পৌনে দু’ঘণ্টা পারফর্ম করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement