Viral Video

‘ছবি ভাল আসতেই হবে’, তুবড়ি-বন্দুক নিয়ে পোজ় নবদম্পতির, ট্রিগারে চাপ দিতেই বিপত্তি

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের সাজে মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন পাত্র এবং পাত্রী। ছবি তোলার জন্য পিঠে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে তাঁরা। দু’জনের হাতেই দু’টি তুবড়ি বন্দুক। চিত্রগ্রাহকের কথায় একসঙ্গে সেই বন্দুকের ট্রিগারে চাপ দিতেই বিপত্তি ঘটে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:২৮
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

বিয়ের সময় অনেক সময় অদ্ভুত ঘটনা ঘটে। ছবি তোলার সময় নববর-বধূকে অনেক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে দেখা যায়। সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে হইচই ফেলে দিয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ছবি তোলার জন্য তুবড়ি-বন্দুক ফাটাতে গিয়ে বিপত্তিতে পড়েছেন কনে। আহতও হয়েছেন তিনি। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের সাজে মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন পাত্র এবং পাত্রী। ছবি তোলার জন্য পিঠে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে তাঁরা। দু’জনের হাতেই দু’টি তুবড়ি বন্দুক। চিত্রগ্রাহকের কথায় একসঙ্গে সেই বন্দুকের ট্রিগারে চাপ দিতেই বিপত্তি ঘটে। বরের বন্দুক থেকে আগুনের ফুলকি বেরোতে শুরু করলেও, কনের বন্দুক নিজে থেকেই ভেঙে যায়। অর্ধেক অংশ এসে কনের মাথায় লাগে। অপ্রস্তুত হয়ে মাথায় হাত দিয়ে হাসতে থাকেন তিনি। তবে তার পরেও পোজ় দিতে দেখা যায় বরকে। কনের সাহায্যে এগিয়ে আসতে দেখা যায়নি তাঁকে। সেই ঘটনার ভিডিয়োই ভাইরাল হয়েছে।

গত মাসে ‘ইউনিভার্স_মারাঠি’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল। প্রায় এক কোটি বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। নেটাগরিকদের অনেকেই ভিডিয়োটি দেখে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এ পাগলামি ছাড়া আর কিছু নয়। ছবি তোলার জন্য কেউ এ রকম করে?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement