—প্রতীকী ছবি।
রাস্তার উপর দিয়ে দ্রুত গতিতে ছুটছিল বহুমূল্য এসইউভি। হঠাৎ করে আগুন লেগে গেল চলন্ত গাড়িতেই। কিছু ক্ষণের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। চোখের পলকে পুড়ে ছাই হয়ে যায় দামি সেই গাড়ি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে নয়ডার লেবার চকের কাছে। তবে সঠিক সময়ে গাড়ি থেকে লাফ দিয়ে বেরিয়ে যাওয়ায় রক্ষা পেয়েছেন চালক। ঘটনাটির একটি ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, চলন্ত অবস্থাতেই ওই এসইউভি গাড়ির সামনে থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। কিছু ক্ষণের মধ্যেই আগুনের শিখা ছড়িয়ে পড়ে এবং আগুন দ্রুত সারা গাড়িতে ছড়িয়ে পড়ে। গাড়ি থামিয়ে লাফ দিয়ে নেমে যান চালক। আশেপাশের লোকজন দ্রুত সাহায্যের জন্য এগিয়ে আসলেও আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনার খবর পেয়ে দমকলবাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তারা যখন পৌঁছয় তত ক্ষণে গাড়িটি সম্পূর্ণ ভাবে পুড়ে গিয়েছে। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। ঘটনাটির তদন্ত নেমেছে পুলিশ।
‘গ্রেটার নয়ডা ওয়েস্ট ডট ইন’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মঙ্গলবার রাতে ঘটনাটির একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। বহু মানুষ ইতিমধ্যেই ভিডিয়োটি দেখেছেন। লাইক-কমেন্টের ঝড় উঠেছে সমাজমাধ্যম জুড়ে।