ছবি: ইনস্টাগ্রাম।
ষাঁড়ের উপকার করতে গিয়ে বিপত্তি পর্যটকের! ওই ষাঁড়েরই গুঁতোয় কুপোকাত হলেন তিনি। শূন্যে উড়ে গিয়ে সোজা গিয়ে পড়লেন জলে। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়ো অনুযায়ী, ঘটনাটি ঘটেছে হৃষীকেশে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল ভিডিয়োটি আপলোড করা হয়েছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘থিওপেনফিড’ থেকে। ক্যাপশনে লেখা, ‘‘এক জন পর্যটক হৃষীকেশে একটি ষাঁড়কে সাহায্য করার চেষ্টা করেন কিন্তু প্রতিদানে ওই ষাঁড়েরই আক্রমণের শিকার হন। অনুগ্রহ করে নিজেদের নিরাপত্তার জন্য ভয়ঙ্কর প্রাণীদের থেকে দূরে থাকুন।’’
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পিঠে ব্যাগ নিয়ে নদীর পারে দাঁড়িয়ে রয়েছেন এক যুবক। তাঁর ঠির সামনেই একটি বিশাল ষাঁড় দাঁড়িয়েছিল। যুবক লক্ষ করেন, ষাঁড়ের শিঙে একটি তার আটকে রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি ষাঁড়টির কাছে এগিয়ে যান। ধাতব তার থেকে মুক্ত করেন প্রাণীটিকে। তবে এর পরেই পরিস্থিতি অন্য মোড় নেয়। হঠাৎই যুবককে আক্রমণ করে বসে ষাঁড়টি। শিঙের গুঁতোয় শূন্যে উড়ে যান যুবক। সোজা গিয়ে নদীতে পড়ে যান তিনি।
ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে অনেকে মজার মজার মন্তব্য করলেও ওই যুবকের জন্য উদ্বেগও প্রকাশ করতে দেখা গিয়েছে নেটাগরিকদের একাংশকে। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘ষাঁড়টির কোনও কৃতজ্ঞতা বোধ নেই।’’ অন্য এক জন যোগ করেছেন, ‘‘মানুষ মানুষের কাজ করেছে। প্রাণীটিও তার নিজের পরিচয় দিয়েছে।’’